প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে Jio, ভারতে আসছে ফাস্ট স্পীডের ইন্টারনেট সার্ভিস Starlink

অনেক দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে Elon Musk ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করতে চলেছে। Elon Musk এর রকেট কোম্পানি স্পেস‌এক্সের স‍্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন Starlink গত সোমবার ভারতে তাদের ব‍্যাবসা রেজিস্টার করে নিয়েছে। এবার আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে Jio অন‍্যান‍্য টেলিকম কোম্পানিগুলিকে টেক্কা দিতে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস Starlink এর পরিষেবা। যদিও এখনও পর্যন্ত স্টারলিঙ্কের স‍্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। কোম্পানি তাদের সার্ভিসের মাধ‍্যমে ভারতীয় ইউজারদের ব্রডব্যান্ড ও স‍্যাটেলাইটের ওপর নির্ভরশীল অন‍্যান‍্য সুবিধা দিতে চলেছে।

Starlink Internet

ভারতে স্টারলিঙ্কের কান্ট্রি ডাইরেক্টর সঞ্জয় ভার্গব লিঙ্কড‌ইন পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ভারতে SpaceX এর 100 শতাংশ সাবসিডিয়ারি করতে পেরে তারা অত্যন্ত খুশি। এবার কোম্পানি লাইসেন্সের জন্য আবেদনের পাশাপাশি ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট‌ও খুলতে পারে। মনে করা হচ্ছে ভারতে স্টারলিঙ্ক স‍্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস চালু হলে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানিগুলি যথেষ্ট চাপের মুখে পড়বে।

জানিয়ে রাখি কোম্পানির বর্তমান টার্গেট 30,000 স্টারলিঙ্ক স‍্যাটেলাইট অরবিটে স্থাপন করা এবং লক্ষ লক্ষ গ্ৰাহকদের জন্য তাদের ইউজার পুল বিস্তার করা। কয়েক দিন আগে Starlink গ্ৰহকদের 1,00,000 টার্মিনাল পাঠিয়েছে। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো স‍্যাটেলাইট ব‍্যবহার করে গ্লোবাল ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান করা।

রিপোর্ট অনুযায়ী স্টারলিঙ্ক ভারতে তাদের টেলিকমিউনিকেশন সার্ভিস শুরু করতে চলেছে। স‍্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস, কন্টেন্ট স্টোরেজ ও স্ট্রীমিং, মাল্টিমিডিয়া কমিউনিকেশন ছাড়াও এতে অন‍্যান‍্য পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here