আবার দাম কমল ওপ্পো এ3এসের, এখন মাত্র 8,990 টাকা দামে কেনা যাবে এই নচ স্ক্রিন ও বড় ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন

এবছর জুলাইতে চীনা স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ওপ্পো তাদের এ3এস ফোনটি পেশ করে। তখনকার দিনে এটি সবচেয়ে কম দামে নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ছিল। এরপর অনেক ফোন লঞ্চ হলেও নচ ডিসপ্লের সঙ্গে বড় ব‍্যাটারীর জন্য ফোনটি যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। ভারতে ওপ্পো এ3এসের 2 জিবি ও 3 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্ট আছে। গত মাসেই কোম্পানি 2 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়েছিল। আজ আরও একবার কোম্পানি ফোনটির দাম কমিয়েছে। ভারতে ওপ্পো এ3এস 10,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল কিন্তু এখন এই ফোনটি মাত্র 8,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

18 ডিসেম্বর লঞ্চ হবে লেনোভো জেড5এস, এতে থাকবে ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরা ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেন্সর

গত সপ্তাহে কোম্পানি ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম‌ও কমায়। ভারতীয় বাজারে ওপ্পো এ3এসের 3 জিবি র‍্যাম মডেল 13,990 টাকা দামে লঞ্চ করা হয় কিন্তু এখন ফোনটির দাম 12,990 টাকা।

ওপ্পো এ3এসের 3 জিবি র‍্যাম মডেলে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায় এবং 2 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 16 জিবি মেমরি আছে। দুটি ভেরিয়েন্টেই মেমরি কার্ড সাপোর্ট করে এবং মেমরি কার্ড ব‍্যবহার করে ফোনের মেমরি 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এক্সক্লুসিভ : অত্যন্ত সস্তা হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এবং গ‍্যালাক্সি এম20, প্রাথমিক দাম হবে 10,000 টাকার‌ও কম

ওপ্পো এ3এসের ফিচার ও স্পেসিফিকেশন হল এই ফোনটি 6.2 ইঞ্চির এইচডি+ সুপার ফুল স্ক্রিন বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিও ও কালার ওএস 5.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত। সেলফির জন্য এতে এআই বিউটিফাই ফিচারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ওপ্পো এ3এস একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। কোম্পানি এই ফোনে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার ও পাওয়ার ব‍্যাকআপের জন্য 4,230 এমএএইচের ব‍্যাটারী দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here