এক্সক্লুসিভ : অত্যন্ত সস্তা হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এবং গ‍্যালাক্সি এম20, প্রাথমিক দাম হবে 10,000 টাকার‌ও কম

স‍্যামসাঙের নতুন ফোন সম্পর্কে যথেষ্ট সমালোচনা চলছে। জানা গেছে কোম্পানি তাদের গ‍্যালাক্সি জে সিরিজ ও গ‍্যালাক্সি এ সিরিজের জায়গায় নতুন গ‍্যালাক্সি এম সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজের প্রথম ফোন হবে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20। কোম্পানি এবিষয়ে এখনও কিছু না বললেও 91মোবাইলস একাধিক খবর দিয়ে দিয়েছে। কিছু দিন আগে আমরা জানিয়েছিলাম এই ফোনদুটি কোম্পানির নয়ডার ফ‍্যাক্টরীতে বিপুল পরিমাণে প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। তারপর আমরা ফোনের স্ক্রিন প‍্যানেল লিকও শেয়ার করি। এবার এই ফোনগুলির দাম‌ও আমরা জানতে পেরেছি।

ডুয়েল ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম, নচ স্ক্রিন ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল নোকিয়া 8.1, জেনে নিন ফোনটি সম্পর্কে সব কিছু

স‍্যামসাং গ‍্যালাক্সি এম20 এর দাম 15,000 টাকার কম হবে এবং গ‍্যালাক্সি এম10 10,000 টাকার‌ও কম দামে সেল করা হবে। কোম্পানির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে জড়িত একটি সূত্র থেকে এই খবর পাওয়া গেছে। তিনি বলেছেন “স‍্যামসাঙের ফোন সম্পর্কে ওভার প্রাইস ছাড়া অন্য কোনো রকম অভিযোগ পাওয়া যায় না। এবার নতুন এম সিরিজের মাধ্যমে কোম্পানি কম রেঞ্জের ফোন লঞ্চ করতে চলেছে এবং এর সূচনা হবে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম10 ফোনদুটির মধ্য দিয়ে। স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এর দাম 10 হাজার টাকার কম হবে এবং গ‍্যালাক্সি এম20 এর দাম 15 হাজার টাকার কম হবে, কোম্পানি ফোনগুলির দাম এর থেকে বেশি রাখবে না।

কয়েক দিন আগে আমরা বলেছিলাম স‍্যামসাং তাদের অনলাইন ও অফলাইন মার্কেটের জন্য নতুন স্ট্র‍্যাটেজি আনতে চলেছে এবং বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। নচ স্ক্রিনযুক্ত ফোন ও অ্যাগ্ৰেসিভ প্রাইসিং এইসবের‌ই অন্তর্গত। কোম্পানি তাদের নচের কোনো নামকরণ করেনি তবে একে ইনফিনিটি নামে পেটেন্ট করিয়েছে। অর্থাৎ স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজে নচ যুক্ত ইনফিনিটি স্ক্রিন দেখা যাবে।

এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এম20 তে ওয়াটারড্রপ নচ দেখা যাবে। গ‍্যালাক্সি এ10 এও এমনটাই থাকার কথা আছে। ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু বলা হয়নি তবে গীকবেঞ্চে কিছু মডেল লিস্টেড করা হয়েছে এবং এখানে ফোনের র‍্যাম ও প্রসেসর সম্পর্কে বলা হয়েছে।

গীকবেঞ্চে গ‍্যালাক্সি এম20 ফোনটি এস‌এম-এম205এফ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি স‍্যামসাঙের এক্সনোস 7885 চিপসেট যুক্ত এবং এতে 1.5 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত প্রসেসর দেওয়া হবে। আরও বলা হয়েছে এতে 3 জিবি র‍্যাম দেওয়া হবে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 ও ম‍্যাক্স এম2 লঞ্চ, শাওমি ও রিয়েলমির জন্য কড়া প্রতিদ্বন্দ্বী

গ‍্যালাক্সি এম10 সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটিতে 3 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনটি এক্সনোস 7870 চিপসেট যুক্ত হবে।

শোনা যাচ্ছে ফোনগুলি আগামী বছরের শুরুতে লঞ্চ করা হবে এবং হতে পারে ভারতেই ফোনগুলি প্রথম লঞ্চ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here