গুগল প্লে কনসোলে লিস্টেড হল Oppo A5 Plus 5G স্মার্টফোন, বাজেট রেঞ্জে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন

শীঘ্রই ওপ্পো তাদের নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই চীনে Oppo A5 Plus 5G নামে লঞ্চ করা হতে পারে। টেক আউটলুক গুগল প্লে কনসোলের সাপোর্টেড লিস্টিঙে ফোনটি স্পট করেছে। এখানে ফোনটি PJY110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। সবচেয়ে বড় কথা এই একই মডেল নাম্বার চীনে লঞ্চ হওয়া Oppo A3 Pro ফোনের জন্য ব্যাবহার করা হয়েছিল। লিস্টিঙের মাধ্যমে উভয় মডেল নাম্বার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং Oppo A5 Plus 5G ফোনটি Oppo A3 Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হিসাবে পেশ করা হবে।

জানিয়ে রাখি 2024 সালের এপ্রিল মাসে চীনে এবং জুন মাসে ভারতে Oppo A3 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। শুধুমাত্র নাম পরিবর্তন করে আপকামিং Oppo A5 Plus 5G ফোনটি ডিজাইন এবং ফিচার Oppo A3 Pro 5G ফোনের মতো হবে বলে আশা করা হচ্ছে। গুগল প্লে কনসোলে লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট জানানো হতে পারে।

Oppo A3 Pro 5G ফোনটিতে 1080 x 2412 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার এবং 950 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি Android 14 এবং ColorOS 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7050 প্রসেসর রয়েছে। ফোনটির 12GB RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।

ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 64MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছিল।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ব্যাটারি মাত্র 20 মিনিটেই 56% চার্জ হতে সক্ষম। এছাড়া এতে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার রয়েছে।

কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.3, GPS, USB-C এবং ইনফ্রারেড রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP69 রেটিং সাপোর্ট করে। ফোনটির ডায়মেনশন 162.7 x 74.3 x 7.5/7.9 মিমি এবং ওজন 177 গ্রামের কাছাকাছি। ফোনটির ব্লু, পিঙ্ক এবং মিন্ট কালার অপশন রয়েছে।

Oppo A3 Pro 5G ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম 14,499 টাকা রাখা হয়েছে। Oppo A5 Plus 5G ফোনটির স্পেসিফিকেশন এই ফোনের মতো হলে, এটি বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে। এই প্রাইস রেঞ্জে ফোনটি বাজারে উপস্থিত স্যামসাঙ গ্যালাক্সি এ16 5জি, ভিভো ওয়াই 58, পোকো এম 7 প্লাস ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here