প্রাইভেট টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই BSNL শিরোনামে ছেয়ে রয়েছে। এবার এই দামি রিচার্জ প্ল্যানগুলির মধ্যে সরকারি টেলিকম কোম্পানি BSNL এর একটি প্ল্যান জনপ্রিয় হয়েছে। এই রিচার্জ প্ল্যানের বিশেষত্ব হল এতে 28 বা 30 দিনের ভ্যালিডিটি পরিবর্তে পুরো 45 দিনের ভ্যালিডিটি সুবিধা পাওয়া যায়। আবার এই প্ল্যানের দাম অনেকটাই কম রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক BSNL এর 45 দিনের রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
45 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর রিচার্জ প্ল্যান
- এটি BSNL এর 45 দিনের ভ্যালিডিটি সহ 249 টাকা দামের রিচার্জ প্ল্যান।
- এছাড়া এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা পাওয়া যায়। এই রিচার্জ প্ল্যানে সবমিলিয়ে মোট 90 জিবি ডেটা উপভোগ করা যায়।
- এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যায়।
- একইসঙ্গে আনলিমিটেড ভয়েস কল বেনিফিট দেওয়া হয়।
নোট: জানিয়ে রাখি এটি একটি ফাস্ট রিচার্জ কুপন, ফলে শুধুমাত্র নতুন ইউজাররাই এই প্ল্যান উপভোগ করতে পারবেন।
জিও ও এয়ারটেল এর 249 টাকা দামের প্ল্যান
প্রাইভেট টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেল এরও 249 টাকা দামের রিচার্জ প্ল্যান রয়েছে। কিন্তু এই কোম্পানিগুলি BSNL এর থেকে কম ভ্যালিডিটি দেয়। নীচে এই দুটি কোম্পানির রিচার্জ প্ল্যানের সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Jio এর 249 টাকা দামের রিচার্জ প্ল্যান: কোম্পানির মান্থলি রিচার্জ প্ল্যান হিসেবে 28 দিনের ভ্যালিডিটি এবং 28 জিবি ডেটা সহ 249 টাকা দামের রিচার্জ প্ল্যান রয়েছে। অর্থাৎ এই প্ল্যানে প্রতিদিন 1জিবি ডেটা ও ভারতের যেকোনো নেটওয়ার্কে ফ্রি কল এবং 100 এসএমএস উপভোগ করা যায়।
Airtel এর 249 টাকা দামের রিচার্জ প্ল্যান: এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের 249 টাকা দাম রাখা হয়েছে। এই রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানে BSNL এর তুলনায় 17 দিন কম ভ্যালিডিটি পাওয়া যায়। এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন 1জিবি ডেটা পাওয়া যায়। এটি BSNL এর থেকে অর্ধেক। একইসঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হয়।