ভারতীয় সাইটে লিস্টেড হল 5000mAh ব‍্যাটারীযুক্ত OPPO A54 4G স্মার্টফোন, শীঘ্রই হবে লঞ্চ

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে স্মার্টফোন কোম্পানি ওপ্পো তাদের ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন OPPO A54 5G তে কাজ করছে এবং কয়েক দিন আগে এই ফোনটি সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালিফোনটি সম্পর্কে কিছু জানায়নি। এবার একটি নতুন লিক থেকে জানা গেছে কোম্পানি এই ফোনটির 4জি মডেলে কাজ করছে। OPPO A54 4G ফোনটি US Federal Communication Commission (FCC) এবং Bureau of Indian Standards (BIS) ওয়েবসাইটে দেখা গেছে। চলুন জেনে নেওয়া যাক সার্টিফিকেশন সাইট থেকে কি জানা গেছে।

ভারতে হবে লঞ্চ

MySmartPrice সাইটে ফোনটির এফসিসি সার্টিফিকেশন দেখানো হয়েছে এবং এখানে ফোনটি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করা হয়েছে। এছাড়া বিআইএস থেকে জানা গেছে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে। এই দুটি সার্টিফিকেশন সাইট ছাড়াও OPPO A54 4G ফোনটি এর আগে NBTC, Indonesia Telecom, TKDN এর সঙ্গে China Quality Certification Centre (CQC) তে দেখা গেছে।

5,000 এম‌এএইচের ব‍্যাটারী

FCC লিস্টিঙে ফোনটি CPH2239 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 7.2 তে কাজ করবে। ফোনটির ডায়মেনশন 163.6 × 75.7 × 8.4 এম‌এম হবে। এছাড়া বিআইএস সার্টিফিকেশন সাইটকে টিপস্টার মুকুল শর্মা OPPO A54 4G ফোনটি সম্পর্কে জানিয়েছেন, তবে এখানে ফোনটি সম্পর্কে কিছু বলা হয়নি।

OPPO A54 5G 

কয়েক দিন আগে OPPO A54 5G ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছিল। লিক অনুযায়ী ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরাযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে কালার ওএস 11.1 এ কাজ করবে। এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে।

স্পীড ও মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটের সঙ্গে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি 200 ইউরো থেকে 300 ইউরো (প্রায় 17,300 টাকা থেকে 26,000 টাকা) দামে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here