ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে আজ থেকে মি ডেজ এর সেল শুরু হয়ে গেছে। এই সেল উপলক্ষে শাওমি তাদের বেশ কিছু দুর্দান্ত স্মার্টফোনে অসাধারণ ছাড়ের অফার দিচ্ছে। এই ছাড় আজ অর্থাৎ 17 জুন থেকে 21 জুন পর্যন্ত চলবে, যেখানে 6,500 টাকা পর্যন্ত ছাড়ের বিনিময়ে স্মার্টফোন কেনা যাবে।
জেনে নিন মোবাইল ফোনে 16:9, 18:9 ও 19:9 আসপেক্ট রেশিওর পার্থক্য ও বিশেষত্ব
এক্সচেঞ্জ অফার
ডিসকাউন্ট ছাড়াও শাওমি স্মার্টফোন কিনলে 4,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। আরও আছে, অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো স্মার্টফোন কিনলে ইনস্ট্যান্ট 5 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক এই চার দিনের সেলে শাওমি তাদের কোন কোন স্মার্টফোনে অফার দিচ্ছে।
Xiaomi Redmi 6 Pro
মি ডেজ সেল উপলক্ষে এই ফোনের 3 জিবি র্যাম ভেরিয়েন্ট 8,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটির 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা দামে বেচা হচ্ছে। এই ফোনে ফুল এইচডি+ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে।
Xiaomi ও তৈরি করছে 64 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে স্যামসাং
Redmi 5
এই স্মার্টফোনটির আসল দাম 8,499 টাকা। কিন্তু সেল উপলক্ষে এই ফোনটি মাত্র 5,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনের বিশেষত্ব এই ফোনের ব্যাক প্যানেলে দেওয়া 12 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা।
Redmi 7
সেল চলাকালীন এই ফোনটির 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,999 টাকা দামে বেচা হচ্ছে। ফোনটির 3 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম 8,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে দেওয়া 4,000 এমএএইচের ব্যাটারী এই ফোনের অন্যতম বড়ো বিশেষত্ব।
Exclusive : দেখুন Motorola One Action এর প্রথম ফোটো
Redmi Y3
সেলফি প্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় শাওমি স্মার্টফোন Redmi Y3 ও এই লিস্টের অন্তর্গত। 32 মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরাওয়ালা এই ফোনের 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা ও 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,999 টাকা দামে সেল করা হচ্ছে।
Redmi 6A
এই সেলে Redmi 6A এর 2 জিবি র্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 5,999 টাকা দামে বেচা হচ্ছে। ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে 1,500 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় দেওয়ার পর ফোনটির দাম 6,499 টাকা।
Motorola One, Moto G7 ও Moto G7 Power ফোনের দাম কমলো, কোম্পানি করছে নতুন প্ল্যান
Xiaomi Mi A2
মি সিরিজের Mi A2 ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এই সেলে 10,999 টাকা দামে সেল করা হচ্ছে। এক্সচেঞ্জ অফারে এই ফোনে 3,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। ফোনটির আসল দাম 17,499 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন