4GB RAM আর 5,000mAh ব‍্যাটারী এর সাথে লঞ্চ হলো কম দামের সস্তা OPPO A54 5G ফোন

OPPO গত মাসেই ইন্ডিয়াতে নিজের ‘এ’ সিরিজকে বাড়ানোর জন্য OPPO A54 স্মার্টফোন লঞ্চ করেছে। 13,490 টাকা শুরুর দামে লঞ্চ করা হয়েছে এই ফোনটি, এটি 4G মোবাইল যা 5,000 এম‌এএইচ ব‍্যাটারী আর 6জিবি র‍্যাম এর স্পেসিফিকেশন্স যুক্ত। ইন্ডিয়ান মার্কেটে এখন ওপ্পো নিজের এই ফোনের 5G মডেলকেও টেক মঞ্চে পেশ করে দিয়েছে। OPPO A54 5G কে ইউরোপিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটের সাথে এন্ট্রি নিয়েছে।

আরও পড়ুন: লঞ্চের জন্য প্রস্তুত 5000mAh ব‍্যাটারিযুক্ত সস্তা স্মার্টফোন Realme C20A, জেনে নিন বিশেষত্ব

Oppo A54 5G

ওপ্পো এ54 5জি এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনটি 1080×2400 পিক্সেল রেজিউলেশনের 6.51 ইঞ্চির ফুল‌ এইচডি + পাঞ্চহোল ডিসপ্লে‌তে লঞ্চ করা হয়েছে যা 90হার্টজ রিফ্রেশ রেটের সাথেই 180হার্টজ টাচ স‍্যাম্পলিং রেট সাপোর্ট করে। Oppo A54 5G এর স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ এবং ফোনের স্ক্রিন 405 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।

Oppo A54 5G কে অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ করা হয়েছে যা কালার‌ওএস 11 এর সাথে ককাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসর এর সাথে কোয়ালকম এর স্ন‍্যাপড্রাগন 4800 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্স এর জন্য এই ওপ্পোর ফোনে অ্যাড্রিনো 619 জিপিইউ সাপোর্ট করে। ইউরোপিয়ান মার্কেটে ওপ্পো এ54 5জি কে 4জিবি র‍্যাম মেমরিতে লঞ্চ করা হয়েছে যা 64জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

আরও পড়ুন: লো বাজেটে Realme এর নতুন অস্ত্র তৈরি, লঞ্চের আগে ওয়েবসাইটে লিস্টেড হল সস্তা রিয়েলমি C25s

ফোটোগ্রাফি সেগ্মেন্ট এর কথা বলা হলে Oppo A54 5G কোয়াড রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.7 অ্যাপার্চার এর 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনে এফ/2.2 অ্যাপার্চার এর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চার এর 2 মেগাপিক্সেলের এর ম‍্যাক্রো লেন্স আর এতো অ্যাপার্চার এর‌ই 2 মেগাপিক্সেলের এর ডেপ্থ সেন্সর সাপোর্ট করে। এভাবেই ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চার এর 16 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা আছে।

Oppo A54 5G ডুয়াল সিম ফোন যার মধ্যে বেসিক কানেক্টিভিটি ফিচার্স এর সাথেই সিকিউরিটি এর জন্য যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার এর সাথেই এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। এভাবেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া আছে যা 10ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওপ্পো এ54 5জি ফোনের অন্তরাষ্ট্রিয় দাম EUR 219 অর্থাৎ 19,500 টাকার কাছাকাছি যার মধ্যে Fantastic Purple আর Fluid Black কালারে এসেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here