7000mAh ব্যাটারি, IP69 রেটিং, 120Hz OLED ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল Oppo A6 Pro স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

ওপ্পো তাদের নতুন Oppo A6 Pro স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির মধ্যে দিয়ে কোম্পানি কম দামে প্রিমিয়াম ফিচার প্রেমীদের টার্গেট করতে পারে। এই স্মার্টফোনটিতে 6.57 ইঞ্চির বড় OLED ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, IP69 রেটিং, 50MP প্রাইমারি ক্যামেরার মতো ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A6 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে Oppo A6 Pro স্মার্টফোনটি অনেকগুলি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,799 ইউয়ান অর্থাৎ প্রায় 22,000 টাকা, 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম 1,999 ইউয়ান অর্থাৎ প্রায় 24,700 টাকা, 16GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 27, 200 টাকা এবং টপ মডেল 16GB + 512GB স্টোরেজ অপশনের দাম 2,499 ইউয়ান অর্থাৎ প্রায় 30,885 টাকা রাখা হয়েছে। বর্তমানে স্মার্টফোনটির প্রি-অর্ডার চলছে এবং 12 সেপ্টেম্বর থেকে ফোনটির সেল শুরু হবে। স্মার্টফোনটি Black Jade, Gold এবং Blue এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে।

Oppo A6 Pro স্মার্টফোনটিতে 6.57 ইঞ্চির বড় OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন এবং 1400 নিটস পিক ব্রাইটনেস সহ 100% DCI-P3 কালার গামুট ও 2160Hz PWM ডিমিং সাপোর্ট করবে। স্মার্টফোনে গ্লাস ব্যাক প্যানেলে এবং মেটাল ফ্রেম যোগ করা হয়েছে। স্মার্টফোনটির থিকনেস 7.96mm এবং ওজন 190 গ্রাম।

Oppo A6 Pro স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 16GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব স্মার্টফোনটির 7,000mAh ব্যাটারি। এই প্রাইস রেঞ্জে যথেষ্ট। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি দৈনন্দিন কাজ এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য যথেষ্ট। স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, Bluetooth 5.4, NFC, WiFi 6, ডুয়েল সিম এবং IR ব্লাস্টারের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। মজবুতির জন্য স্মার্টফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে।

Oppo A6 Pro স্মার্টফোনটি iQOO Z10, Infinix GT 30 এবং Redmi Note 14 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনগুলিতে শক্তিশালী প্রসেসর, ফাস্ট চার্জিং এবং বড় ব্যাটারি রয়েছে। তবে Oppo A6 Pro স্মার্টফোনটি 7000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ লেভেলের ওয়াটারপ্রুফিং ফিচারের জন্য এগিয়ে রয়েছে। যারা বড় ব্যাটারি এবং ভালো পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি একটি ভালো অপশন।

যেসব ইউজাররা 20 থেকে 25 টাকা বাজেট রেঞ্জে ব্যাটারি এবং ডিউরেবিলিটি সহ স্মার্টফোন চাইছেন, সেইসব ইউজারদের জন্য Oppo A6 Pro স্মার্টফোনটি একটি দারুণ অপশন। তবে যারা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, তাঁরা অন্যান্য অপশন দেখতে পারেন। এখনও পর্যন্ত এই স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here