Oppo মার্চ মাসে ভারতে তাদের এফ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনদুটি হলো Oppo F11 ও Oppo F11 Pro। Oppo F11 Pro ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পপ আপ সেলফি ক্যামেরাসহ লঞ্চ করা হয়েছিল অপরদিকে F11 এ ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে ভারতে Oppo F11 এর একটিই ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল যা 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরিযুক্ত। কোম্পানি এই ফোনটির আরও একটি শক্তিশালী ভেরিয়েন্ট লঞ্চ করেছে।
4 জুলাই ভারতে আসতে চলেছে Xiaomi এর সস্তা স্মার্টফোন Redmi 7A, আবার কি হবে নতুন রেকর্ড?
আমরা জানতে পেরেছি কোম্পানি Oppo F11 এর আরও একটি ভেরিয়েন্ট পেশ করছে। Oppo F11 এর এই নতুন ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। Oppo F11 এর এই নতুন 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 19,990 টাকা দামে লঞ্চ করা হবে যা অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে। প্রসঙ্গত Oppo F11 এর 4 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম 17,990 টাকা।
ক্যামেরা
Oppo F সিরিজের সবচেয়ে বড়ো বিশেষত্ব এই সিরিজের ফোনগুলির ক্যামেরা সেগমেন্ট। Oppo F11 ও F11 Pro দুটি ফোনই ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের 6পি লেন্স প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসেবে দেওয়া হয়েছে। এর সঙ্গে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। Oppo F11 এর রেয়ার ক্যামেরা সেটআপ লো লাইটেও অসাধারণ ফোটো তুলতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
5,000 এমএএইচের ব্যাটারী ও ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হলো Vivo Y12, দাম মাত্র 11,990 টাকা
স্পেসিফিকেশন
Oppo F11 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওপ্পো এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি72 এমপি3 জিপিইউ দেওয়া হয়েছে।
Oppo F11 ভারতে 4 জিবি র্যামের সঙ্গে পেশ করা হয়েছিল এবং এখন ফোনটির 6 জিবি র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হলো। এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। Oppo F11 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ভিওওসি ফ্ল্যাশ চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,020 এমএএইচের ব্যাটারী আছে।
Oppo নিয়ে এলো বিশেষ টেকনোলজি, এখন নেটওয়ার্ক ছাড়াও ফোনে কথা বলা যাবে
জানিয়ে রাখি Oppo F11 ও Oppo F11 Pro কোম্পানির “এফ সিরিজ” এর শেষ স্মার্টফোন হতে পারে। শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজে আর নতুন কোনো স্মার্টফোন লঞ্চ করবে না। ওপ্পো স্মার্টফোন বিজনেসে 10 বছরের অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে এবং আশা করা হচ্ছে কোম্পানি এবার তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বদলাতে চলেছে। এই কারণেই এফ সিরিজ বন্ধ করে দেওয়া হতে পারে। মনে করা হচ্ছে কোম্পানি এই সিরিজের জায়গাতেই রেনো সিরিজ নিয়ে আসবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন