ভারতে লঞ্চ হল ইনভিজিবল ক‍্যামেরাসহ শক্তিশালী স্মার্টফোন, অবাক করা এর ডিজাইন

স্মার্টফোনের টেকনিক আরও এক কদম এগিয়ে নিয়ে গিয়ে কিছু দিন আগে ওপ্পো তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করেছে। এই ফোনের ফ্রন্ট ও রেয়ার দুটি ক‍্যামেরা সেট‌আপ‌ই ফোন বডির ভেতরে অবস্থিত যা ক‍্যামেরা অ্যাপ খোলার পর বাইরে বেরিয়ে আসে ও ফোটো ক্লিক করে। ভারতে ওপ্পোর ফ‍্যানদের কথা মাথায় রেখে কোম্পানি আজ ফোনটি এদেশে লঞ্চ করে দিয়েছে।

ওপ্পো ফাইন্ড এক্সের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ। ফোনটির ফ্রন্ট ক‍্যামেরা ও রেয়ার ক‍্যামেরা উভয় সেট‌আপ বডির ভেতরে আছে যা বাইরে থেকে দেখা যায় না। যখনই ফোটো তোলার জন্য ক‍্যামেরা অ্যাপ খোলা হয় তখনই ফোন বডির ভেতর থেকে ক‍্যামেরা সেন্সর বেরিয়ে এসে ফোটো ক‍্যাপচার করে। যতক্ষণ না ফোটো তোলার কম‍্যান্ড দেওয়া হয় ততক্ষণ ক‍্যামেরাগুলি পুরোপুরি অদৃশ্য থাকবে। ফ্রন্ট ও ব‍্যাক প‍্যানেলে ক‍্যামেরার জন্য বা কোনো সেন্সরের জন্য কোনো হোল বা স্লট না থাকায় দুটি প‍্যানেল‌ই সম্পূর্ণ স্মুথ।

ওপ্পো ফাইন্ড এক্স ফোনটিতে 93.08 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে। এতে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ অয়েল‌ইডি ডিসপ্লে আছে। ফ্রন্ট প‍্যানেলে শুধু নীচের দিকে অল্প বেজল আছে ও অন‍্যান‍্য তিন দিকে স্ক্রিন পুরোপুরি কিনারা ছুয়ে রয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 অরিও আধারিত কালার‌ওএস 5.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট রান করে।

কোম্পানি এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630জিপিইউ আছে। ফোটোগ্রাফির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে ও সেলফির জন্য 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এই ফোনে 3ডি ফেস রেকগনেশন টেকনিকযুক্ত। 4জি কানেক্টিভিটির সঙ্গে সঙ্গে এই ফোনে 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওপ্পো ফাইন্ড এক্সে 3,730 এম‌এএইচ ব‍্যাটারী আছে। ওপ্পো ফাইন্ড এক্সের ল‍্যাম্বারগিনি এডিশন‌ও পেশ করা হয়েছে। এটি সুপার বিওওএসি চার্জিং টেকনিকযুক্ত। এই ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

ওপ্পো ফাইন্ড এক্স 59,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি 30শে জুলাই থেকে ফ্লিপকার্টে ও 3রা আগস্ট থেকে অফলাইন স্টোরে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here