শীঘ্রই Oppo তাদের ফ্ল্যাগশিপ Oppo Find X9 Ultra ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি চীনে Oppo Find X9 সিরিজ লঞ্চের পর, এবার কোম্পানি তাদের টপ এন্ড Oppo Find X9 Ultra ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আগেই এই সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছিল। কোম্পানির ফোনটি সবচেয়ে অ্যাডভান্স ক্যামেরা এবং ব্যাটারি সাইজ সহ পেশ করা হবে। সম্প্রতি নতুন লিকের মাধ্যমে লঞ্চ টাইমলাইন জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 Ultra ফোনের ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম কোয়ার্টারে Oppo Find X9 Ultra ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। টিপস্টার যোগেশ ব্রারর এই সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছে। ভারতের বাজারে Oppo Find X9 Ultra ফোনটি Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনগুলির সেলের উপর নির্ভর করে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। যদি ভারতের বাজারে আগের মডেলগুলির রেসপন্স ভালো পাওয়া যায়, তাহলে Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে।
OPPO Find X9 Ultra is coming to Global markets by late Q1
India launch depends on how well X9 & X9 Pro sell..
— Yogesh Brar (@heyitsyogesh) November 5, 2025
রিপোর্ট অনুযায়ী Find X9 Ultra ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটি Find X9 সিরিজের অন্যান্য ফোনগুলির তুলনায় এগিয়ে থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 200MP Sony IMX09E (LYT990) প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। আগেই এই ফোনটিতে ডুয়েল পেরিস্কোপ ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছিল। এর ফলে ফোনটিতে প্রফেশনাল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Oppo Find X9 Ultra ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। বিশেষত্ব হল এই প্রসেসর শুধুমাত্র Ultra মডেলেই দেওয়া হবে। তবে সিরিজের Find X9 এবং Find X9 Pro মডেল আলাদা প্রসেসর সহ লঞ্চ করা হবে। তাই Find X9 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল হতে চলেছে।
গত মাসে চীনে কোম্পানির Oppo Find X9 সিরিজ অসাধারণ ডিজাইন এবং পারফরমেন্স সহ লঞ্চ করা হয়েছিল। এবার শীঘ্রই ভারতের বাজারে উভয় মডেল লঞ্চ করা হবে। এই ফোনের জন্য Flipkart এর ল্যান্ডিং পেজ এবং Amazon এ Find X9 Pro ফোনের মাইক্রোসাইড লাইভ হয়ে গেছে। শীঘ্রই লঞ্চ ডেট জানানো হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ্যে আসা রিপোর্ট সঠিক হলে আপকামিং Find X9 Ultra ফোনটি লঞ্চের পর Xiaomi 17 Ultra, Honor Magic 8 সিরিজ এবং Vivo X300 Ultra এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা মোবাইল ফটোগ্রাফি এবং হাই-এন্ড পারফরমেন্স পছন্দ করেন, তাদের জন্য Oppo Find X9 Ultra ফোনটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির অপেক্ষা করতে পারেন। আগামী দিনে কোম্পানির পক্ষ থেকে আরও তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।









