JioPhone Next কে বহু লোকে বীরবলের খিচুড়ি বলতে শুরু করেছে। এমতাবস্থায় এই লোকগুলিরও কোনো দোষ নেই, কারন আম্বানির এই মোবাইল ফোনটিও বহু অপেক্ষা করাচ্ছে। Reliance Jio এবং Google এর মিলিত হয়ে বানানো Ultra Affordable 4G Smartphone Jio Phone Next আগে 10ই সেপ্টেম্বর গনেশ চতুর্থীর দিন লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু এরকম হয়নি। এখন জিওফোন ফ্যানদের দীপাবলির অপেক্ষা করতে হবে কারন আগামী মাসে হয়তো জিওফোন নেক্সট সেলে উপলব্ধ হতে পারে। বিভিন্ন রিপোর্টে এই ফোনটির স্পেসিফিকেশন্স এবং দাম সামনে এসেছে কিন্তু কোম্পানি এখনো Jio Phone Next Price সম্পর্কে কিছুই জানায়নি। আগে থেকেই কোরোনার কারনে ফোন তেরিতছ দেরি হতে থাকা রিলায়েন্স জিওর এই সস্তা স্মার্টফোনের সামনে বহু বাঁধা রয়েছে, যা প্রোডাকশন থেকে শুরু করে প্রাইস, সেল এবং আফ্টার সেল সব জায়গাতেই মুশকিল তৈরি হতে পারে।
সস্তার চক্করে মুশকিলে পড়তে পারে জিও
রিসার্চ ফার্মের অনুযায়ী যদি Reliance Jio কে স্মার্টফোনে মার্কেটে টিকে থাকতে হলে তাদের JioPhone Next কে কম দামেই বিক্রি করতে হবে এবং ফোনের দাম 50 ডলারের কমই রাখতে হবে। অর্থাৎ জিওফোন নেক্সটের দাম 3,500 টাকার কাছাকাছি হওয়া প্রয়োজন। ফোনটির দাম কম হলে লো বাজেট ক্যাটাগোরিতে নিজের জায়গা করে নিতে পারবে। ফার্মের অনুযায়ী জিওফোনের দাম পরে কোম্পানি বাড়াতে পারে কিন্তু শুরুতে একবছর প্রফিট না হলেও কম দামই রাখতে হবে। ফোনটির দাম কম রাখলে মুশকিল হতে পারে যার কারন আগামী পয়েন্টে বলা হয়েছে।
পার্টস/কম্পোনেন্টের কমতি
আম্বানি অ্যানাউন্স করে দিয়েছে যে JioPhone Next বাজারের সবচেয়ে সস্তা 4জি স্মার্টফোন হতে চলেছে। কিন্তু প্রসিদ্ধ রিসার্চ ফার্ম Canalys এর অনুযায়ী কোরোনা মহামারীর কারনে ফোন নির্মাতাদের 2020 থেকেই সাপ্লাই চেন, কম্পোনেন্টের শর্টেজ এবং প্রডাকশন সহ ম্যানুফাকচারিং এর বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই কারনেই SmarPhone Brands নিজের ডিভাইস গুলি লেট করে লঞ্চ করছে। JioPhone Next এর দেরির কারনও এটিই। এমতাবস্থায় কম্পোনেন্টের অ্যারেঞ্জ করা জিওর কাছেও বাঁধা হয়ে দাড়াবে। সারা বিশ্বে চিপ শর্টেজ এবং প্রধান কম্পোনেন্ট গুলির দাম বাড়ার কারনে জিওকে বড়ো সমস্যার সম্মুখীন হতে হবে।
ম্যানুফাকচারিং পার্টনার
সবার আগে আপনাকে বলে দিই যে বহু স্মার্টফোন ব্র্যান্ড তাদের প্রোডাক্ট তৈরি করার জন্য প্রোডাকশন এবং ম্যানুফাকচারিং পার্টনারের সাথে ডিল করে। ইন্ডিয়াতে Apple iPhones এর নির্মাণ এরকমই পার্টনারের মাধ্যমে করা হয়। Jio এর জন্যে এই জিনিসটা একদমই নতুন। রিসার্চ ফার্মের অনুযায়ী কোরোনার কারনে যে কম্পোনেন্ট গুলির কমতি মার্কেটে চলছে তার জন্য বাকি কোম্পানি গুলি যাদের কাছে আগে থেকেই ভালো ইন্ভেন্টরি এর ব্যবস্থা আছে সেখানেই জিও এবং তার পার্টনার ম্যানুফাকচারার অতিরিক্ত খাটনি করতে হতে পারে।
বিল্ট কোয়ালিটি এবং আফ্টার-সেল সার্ভিস
ইন্ডিয়াতে লো বাজেট স্মার্টফোনের টার্গেট অডিয়েন্সের সংখ্যা বেশি অর্থাৎ বাজেট ফোন কেনা গ্রাহকদের সংখ্যা দামি ফোন কেনা গ্রাহকদের তুলনায় অনেক বেশি। এমতাবস্থায় রিলায়েন্স জিওর সামনে বড়ো বাঁধা এও হতে চলেছে যে কোম্পানি নিজের ফোনের বিল্ট কোয়ালিটি খুবই মজবুত এবং সলিড বানাতে হবে যাতে ফোনটিকে জলদি রিপেয়ার করতে না হয়। আবার ফোনটি বিক্রি করার সাথে সাথে জিওকে এই কথাটিও মাথায় রাখতে হবে যে JioPhone Next এর জন্য যথেষ্ট সার্ভিস সেন্টার বানাতে হবে এবং ফোনটির আফ্টার সেল সার্ভিসও যেন পারফেক্ট কাজ করতে থাকে।
খুবই ধীরে শুরু হবে
Canalys এর অনুযায়ী এই সময় ভারতের একটি বড়ো সংখ্যক জনসংখ্যার কন্জিউমারদের ইন্কাম কম। আবার অন্যদিকে বেসিক জিনিস গুলির দামও দেশে বেড়ে চলেছে। জিওফোন নেক্সট সেপ্টেম্বরে বিক্রির জন্য উপলব্ধ হওয়ার ছিল যার পরেই ফেস্টিবেল সিজন শুরু হয়ে যাবে। রিসার্চ ফার্মের অনুযায়ী এরকম হতে পারে যে শুরুতে Jio-Google এর এই সস্তা 4G Smartphone বেশি বিক্রি নাও হতে পারে। লঞ্চ হওয়ার পরে প্রথম বছরে এই ফোনটির শিপমেন্ট কম হতে পারে। কিন্তু রিপোর্টে এও বলা হয়েছে যে লঞ্চের পরে দ্বিতীয় ছয়মাসে JioPhone Next এর সেল বাড়তেও পারে।