খুব শীঘ্রই OLED ডিসপ্লে, Snapdragon 888 প্রসেসর ও 50MP ক‍্যামেরার সাথে OPPO লঞ্চ করতে চলেছে প্রথম ফোল্ডেবল ফোন

ফোল্ডেবেল ফোন ধীরে ধীরে মেনস্ট্রিমের অংশ হয়ে উঠতে চলেছে। বিগত দিনে স‍্যামসাং Galaxy Fold 3 এবং Z Flip 3 স্মার্টফোন লঞ্চ করেছে। আবার অন‍্যান‍্য স্মার্টফোন মেকার সহ বায়াররাও ফোল্ডেবেল ফোনে আগ্রহ দেখাচ্ছে। খুব শীঘ্রই স্মার্টফোন কোম্পানি গুলির মাঝে ফোল্ডেবেল স্মার্টফোন পপিউলার হয়ে উঠতে চলেছে। Oppo এর সম্পর্কে শোনা যাচ্ছে যে কোম্পানি জলদিই নিজের নতুন ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করতে পারে। কিন্তু কোম্পানি এই বছরের জুন মাসেই Oppo X 2021 রোলেবেল ফোনের কন্সেপ্ট সবার সামনে তুলে ধরেছিল। এখন কোম্পানি Samsung Galaxy Fold 3 এর মতোই নিজের ফোল্ডেবেল স্মার্টফোন মেনস্ট্রিম মার্কেটে লঞ্চ করার কথা ভাবছে।

Oppo এর ফোনটিতে এই বৈশিষ্ট্য গুলি থাকতে পারে

চাইনিজ টিপস্টার Digital Chat Station ওপ্পোর এই আপকামিং ফোল্ডেবেল স্মার্টফোনটি‌র সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছে। Oppo Foldable ফোনটিতে 7.8-inch বা 8-inch এর 2K রেজল্যুশনের ডিসপ্লে দেওয়া থাকতে পারে। এই ডিসপ্লে‌টি AMOLED প‍্যানেল সাপোর্ট সহ হতে পারে। ওপ্পোর এই ফোনটি‌র সম্ভাব্য ডিসপ্লে রিফ্রেশরেট 120Hz হতে পারে।

ওপ্পোর এই আপকামিং ফোল্ডেবেল ফোনটির সম্পর্কে বলা হচ্ছে যে এটিকে Snapdragon 888 প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। Oppo এর এই ফোল্ডেবেল স্মার্টফোনটি‌র সেল্ফি ক‍্যামেরা 32MP এর হতে পারে। এর সাথেই ওপ্পোর এই ফোনটির প্রাইমারি সেন্সর 50MP Sony IMX766 হতে পারে। এই ক‍্যামেরা সেন্সর‌টি OnePlus Nord 2, OnePlus 9 Pro তেও দেখা গেছে। খবর অনুযায়ী আপকামিং Oppo Reno7 কেও এই ক‍্যামেরা সেন্সরের সাথে পেশ করা যেতে পারে।

ওপ্পোর এই ফোল্ডেবেল ফোনটিকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পেশ করা যেতে পারে। ওপ্পোর আপকামিং ফোল্ডেবেল স্মার্টফোনটি Android 11 এ আধারিত ColorOS 12 এ রান করবে। কিন্তু ওপ্পো কিছু দিন আগেই Android 12 এ আধারিত ColorOS 12 কাস্টম ইন্টারফেস লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here