25 জুলাই লঞ্চ হবে OPPO K11 5G স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

Highlights

  • OPPO K11 5G ফোনে OLED প্যানেল পাওয়া যাবে।
  • এই ফোনটি ডুয়াল টোন ফিনিশে আসবে।
  • এই ফোনে Snapdragon 782G প্রসেসর দেওয়া হবে।

মোবাইল নির্মাতা Oppo 25 জুলাই তাদের K-সিরিজ স্মার্টফোন OPPO K11 5G লঞ্চ করছে। এই ডিভাইসটি প্রথমে চীনের মার্কেটে লঞ্চ হতে চলেছে। তারপর ফোনটি অন্যান্য মার্কেটে সেলের জন্য পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের OPPO K11 5G ফোনের স্পেসিফিকেশন জানানো হল। আরও পড়ুন: জেনে নিন আজকে ভারতের সোনার দাম (21শে জুলাই 2023)

OPPO K11 5G লঞ্চ ডিটেইলস

Oppo ‘K’ সিরিজে যুক্ত হতে চলা এই স্মার্টফোনটি 25 জুলাই চীনে লঞ্চ হবে। এই লঞ্চ ইভেন্টটি চীনে 2:30 PM, এ শুরু হবে যা ভারতীয় সময় দুপুর 12 টায় অনুষ্ঠিত হবে। ভারতীয় মোবাইল ইউজাররাও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে OPPO K11 5G ফোনের লঞ্চ ইভেন্টটি লাইভ দেখতে পাবেন।

OPPO K11 5G ফোনের ডিজাইন

এই ডিভাইসটি একটি ফ্ল্যাট প্যানেলের উপর বেস করে নির্মিত। এই ডিসপ্লেতে পাঞ্চ হোল কাট আউট ডিজাইন দেওয়া হয়েছে। স্ক্রিনে পাতলা বেজেল রয়েছে। ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। যেখানে ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও এই ফোনটিতে ডুয়াল টোন কালার ফিনিশ রয়েছে পাশাপাশি OPPO ব্র্যান্ডিংও দেওয়া হয়েছে। আরও পড়ুন: iPhone 15 সিরিজের অধীনে এইসব ফোন লঞ্চ হবে, জেনে নিন দাম, স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস

OPPO K11 5G ফোনের স্পেসিফিকেশন (নিশ্চিত)

  • ডিসপ্লে: এই ডিভাইসটিতে একটি OLED প্যানেল রয়েছে। এই ডিভাইসটিতে 120Hz রিফ্রেশরেট, 93.4 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, 1100 নিটস ব্রাইটনেস, HDR 10 Plus, 1.07 বিলিয়ন কালার সাপোর্ট থাকবে। যদিও স্ক্রিন সাইজের ডিটেইলস এখনও প্রকাশ করা হয়নি।
  • ডিসপ্লে সাপোর্ট: কোম্পানি টিজারে জানিয়েছে যে ডিসপ্লে লো ব্লু লাইট সার্টিফিকেশন সাপোর্ট করে। এটি 2160 হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করবে। এর সাথে ডিসপ্লেতে অটোমেটিক ব্রাইটনেস এডজাস্টমেন্টেের সুবিধাও থাকবে।
  • পারফরম্যান্স: পারফরম্যান্সের জন্য, কোম্পানি এই ডিভাইসে 4129mm² এর একটি বড় লিকুইড কুলিং সিস্টেম প্রদান করবে। হাইপারবুস্ট গেম ফ্রেম স্ট্যাবিলাইজেশন ইঞ্জিন সাপোর্টও থাকবে যা গেমিংকে আরও উন্নত করে তোলে।
  • প্রসেসর: এই ডিভাইসটিতে Qualcomm Snapdragon 782G প্রসেসর থাকবে। এই চিপসেট 6 ন্যানোমিটার প্রসেসে রান করে। যার ক্লক স্পিড 2.70GHz। Oppo দাবি করেছে যে এই ডিভাইসটির AnTuTu স্কোর হল 7,19,702।
  • স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রে, এই স্মার্টফোনটি 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করবে।
  • ক্যামেরা: এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হবে। এটি একটি 50-মেগাপিক্সেল IMX890 প্রাইমারি ক্যামেরা লেন্স যুক্ত ফোন হবে।

OPPO K11 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • স্ক্রীন সাইজ: লিক রিপোর্ট অনুযায়ী OPPO K11 5G ফোনে একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে থাকবে।
  • ব্যাটারি: লিক রিপোর্ট অনুসারে এই ফোনে একটি 5000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
  • OS: এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 13 বেসড কালার ওএস 13.1 এ রান করতে পারে।
  • অন্যান্য ফিচার: এছাড়াও এই ফোনে ডুয়াল সিম, NFC, USB Type-C পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই-এর মতো ফিচার থাকবে। আশা করা হচ্ছে যে কোম্পানি এই ফোনটি IP রেটিং সহ মার্কেটে লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here