OPPO ও আনতে চলেছে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত ফোন OPPO K5, পেশ করা হবে 8 জিবি র‍্যামের সঙ্গে

OPPO জানিয়ে দিয়েছে কোম্পানি তাদের “কে সিরিজ” এর আগামী ডিভাইস OPPO K5 নিয়ে কাজ করছে এবং এই স্মার্টফোনটি VOOC Flash Charge 4.0 টেকনিক যুক্ত করে বাজারে লঞ্চ করা হবে। OPPO কিছু দিন আগে OPPO K5 এর সঙ্গে OOPO Reno Ace এর ব‍্যাপারেও ঘোষণা করেছিল যা 65 ওয়াট SuperVOOC 2.0 টেকনিকযুক্ত হবে। OOPO Reno Ace আগামী 10 অক্টোবর টেক মঞ্চে পেশ করা হবে, তবে OPPO K5 এর লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। কিন্তু লঞ্চের আগে এই স্মার্টফোনটি চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করে দেওয়া হয়েছে যেখান থেকে OPPO K5 এর স্পেসিফিকেশন জানা গেছে। 

কমে গেল Oppo F11 Pro এর দাম, সমস‍্যার মুখে Xiaomi ও Vivo

OPPO K5 

টেনার লিস্টিং অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে OPPO K5 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। টেনাতে এই ফোনটির ডায়মেনশন 158.7 × 75.2 × 8.6 এম‌এম এবং ওজন 182 গ্ৰাম বলা হয়েছে। টেনার লিস্টিং থেকে জানা গেছে এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইযুক্ত কালার ওএসের সঙ্গে পেশ করা হবে এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করবে। 

টেনাতে বলা হয়েছে OPPO K5 ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে মার্কেটে পেশ করা হবে এবং এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। তবে আশা করা হচ্ছে এই ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য OPPO K5 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। টেনার লিস্টিং অনুযায়ী OPPO K5 এ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। 

4 জিবি র‍্যাম, 4,050 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে 10,999 টাকা দামে লঞ্চ হল Lenovo K10 Plus

এক‌ই ভাবে OPPO K5 এ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেখা যেতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO K5 এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে বলে টেনা থেকে জানা গেছে। টেনার লিস্টিঙে বলা হয়েছে OPPO K5 এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। 

VOOC 4.0

এই ফোনে দেওয়া VOOC 4.0 টেকনিক 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। জানিয়ে রাখি ভারতীয় বাজারে এই মুহূর্তে সেল করা Xiaomi এর হাইএন্ড স্মার্টফোন Redmi K20 Pro 27 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। VOOC 4.0 টেকনিকসম্পর্কে OPPO জানিয়েছে এই টেকনিকের দৌলতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন মাত্র 30 মিনিটের মধ্যে 67 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। এক‌ই ভাবে মাত্র 73 মিনিটে এই ব‍্যাটারী পুরোপুরি 100 শতাংশ চার্জ হয়ে যাবে। OPPO জানিয়েছে VOOC 4.0 টেকনিক এর আগের ভার্সন অর্থাৎ VOOC 3.0 এর থেকে 12 শতাংশ দ্রুত কাজ করে। এছাড়া VOOC 4.0 টেকনিকের সাহায্যে চার্জিঙের সময় ফোনের ব‍্যাটারী ও তাপমাত্রা ব‍্যালেন্স করে চলা যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here