শাওমির “রেডমি”কে টক্কর দিতে বাজারে আসতে চলেছে ওপ্পো-র নতুন ব্র‍্যন্ড “রিয়েলমি”, 15ই মে লঞ্চ হবে কোম্পানির প্রথম ফোন

ভারতসহ আন্তর্জাতিক বাজারে টেক কোম্পানি ওপ্পোর বেশ রমরমা ব্যবসা চলে। বিভিন্ন সিরিজে ফোন লঞ্চ করার পর এবার দেশে একটি সাব-ব্র‍্যন্ড লঞ্চ করতে চলেছে। প্রসিদ্ধ শপিং সাইট আমাজন ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে ওপ্পো ভারতে আনছে “রিয়েলমি 1″। 15ই মে থেকে ভারতে এক্সক্লুসিভ সেল চালু হবে।

রিয়েলমি ওপ্পোর অনলাইন সাব-ব্র‍্যন্ড। ব‍্র‍্যন্ডের নামের সঙ্গে মিলিয়ে ব্র‍্যন্ডের প্রথম ফোনের নাম রাখা হয়েছে”রিয়েলমি 1″। 15ই মের আগে কোম্পানি এই ফোনের দাম বা স্পেসিফিকেশন কিছুই জানাতে রাজি নয়। কিন্তু আমাজন ইন্ডিয়ার বানানো ওয়েবপেজে কিছু তথ্য আছে।

রিয়েলমি1 ব্ল‍্যাক ডায়মন্ড রঙের করা হয়েছে। ফোনটির পেছনদিকে আছে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে গোলাকৃতি রেয়ার ক‍্যামেরা। ফোনের ডানদিকে ভলিউম বাটন এবং বাঁদিকে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি, হতে পারে তা হোম বাটনের সঙ্গেই আছে।

ফোনটির আনুমানিক দাম 9,000 টাকা থেকে13,000 টাকার মধ্যে হতে পারে। ওপ্পোর রিয়েলমি1-এর সঠিক দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানতে হলে আমাদের15ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এটা নিশ্চিত যে স্মার্টফোনটি কেবলমাত্র আমাজন ইন্ডিয়ায় এক্সক্লুসিভ সেলে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here