ভারতে এসে গেছে Oppo Reno 11, পাওয়া যাবে 32MP ফ্রন্ট ক্যামেরা, 256GB স্টোরেজ এবং 5000mAh ব্যাটারি

ভারতের বাজারে Oppo তাদের Reno 11 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের ভ্যানিলা মডেল Oppo Reno 11 সম্পর্কে জানানো হল। এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 256জিবি পর্যন্ত স্টোরেজ, 5000mAh ব্যাটারি এবং 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মতো বেশ কিছু সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

OPPO Reno 11 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: রি ফোনে 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 20:9 আসপেক্ট রেশিও, 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 950 নিটস পীক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনের ভারতীয় মডেলে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7050 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী জি68 mc4 জিপিইউ রয়েছে।
  • ক্যামেরা: OPPO Reno 11 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেল Sony IMX709 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল সিম 5G, এনএফসি, ব্লুটুথ 5.3, আইআর ব্লাস্টার এবং ওয়াইফাই 6 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
  • সিকিউরিটি: OPPO Reno 11 ফোনে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: OPPO Reno 11 ফোনটির ওজন এবং ডায়মেনশন যথাক্রমে 182 গ্রান এবং 162.4x 74.3 x 7.99~ 8.04 এমএম।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14 এ কাজ করে।

Oppo Reno 11 এর দাম এবং সেল

  • ভারতে Oppo Reno 11 ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হবে।
  • ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে।
  • Reno 11 5G ফোনের 8GB RAM + 256GB মডেল 31,999 টাকা দামে সেল করা হবে।
  • এই ফোনটি রক গ্রে এবং ওয়েব গ্রীন কালার অপশনে পেশ করা হয়েছে।
  • লঞ্চ অফার হিসাবে ICICI ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করে এই ফোনটি কিনলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here