টেক মঞ্চে পা রাখল OPPO Reno 11, জেনে নিন এই স্টাইলিশ ফোনের দাম এবং স্পেসিফিকেশন

ওপ্পো রেনো 11 সিরিজ অফিসিয়ালি লঞ্চ হয়েছে। কোম্পানি তাদের হোম মার্কেট চীনে এই সিরিজ পেশ করে OPPO Reno 11 এবং OPPO Reno 11 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। সিরিজের OPPO Reno 11 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে এই সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ OPPO Reno 11 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+, ব্লুটুথ এসআইজিতে তালিকাভুক্ত এই ফোন

OPPO Reno 11 5G এর দাম

চীনের বাজারে OPPO Reno 11 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 2499 ইউয়ান অর্থাৎ প্রায় 29,700 টাকা। একইভাবে দ্বিতীয় মডেলটি 12GB RAM + 256GB মেমরি সহ 2799 ইউয়ান অর্থাৎ প্রায় 32,900 টাকা দামে পেশ করা হয়েছে। OPPO Reno 11 5G ফোনের টপ মডেলে 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলটি 2999 ইউয়ান অর্থাৎ প্রায় 35,300 টাকা দামে সেল করা হবে।

OPPO Reno 11 5G এর স্পেসিফিকেশন

  • 6.67″ OLED 120Hz Display
  • MediaTek Dimensity 8200
  • 12GB RAM + 512GB Storage
  • 50MP+32MP+8MP Rear Camera
  • 32MP Selfie Camera
  • 4,800mAh Battery
  • 67W Super Flash Charging

ডিসপ্লে: OPPO Reno 11 5G ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.70 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে দুই সাইডে কিছুটা রাউন্ডেড কার্ভড প্যানেল ব্যাবহার করা হয়েছে। পাঞ্চ হোল সহ এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 2160 পিসব্লিউএম ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: OPPO Reno 11 ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 14.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 অক্টাকোর প্রসেসর রয়েছে।

স্টোরেজ: চীনে এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB মেমরি এবং 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ সহ তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে LPDDR5x RAM এবং UFS 3.1 storage টেকনোলজি যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 11 ফোনে 4,800 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here