ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 11 Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OPPO ভারতের বাজারে তাদের Reno 11 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে OPPO Reno 11 5G এবং OPPO Reno 11 Pro 5G নামের দুটি ফোন পেশ করা হয়েছে। সিরিজের OPPO Reno 11 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OPPO Reno 11 Pro ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

OPPO Reno 11 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন কার্ভ এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 950 নিটস ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8200 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি610 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: ভারতে এই ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 12GB RAM expansion টেকনোলজি ব্যাবহার করে ফিজিক্যাল এবং ভার্চুয়াল RAM মিলিয়ে মোট 24GB RAM উপভোগ করা যায়। এই ফোনে UFS 3.1 256GB Storage রয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 11 Pro ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP টেলিফটো লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের HyperTone imaging engine শার্প এবং কালারফুল ফটোগ্রাফি করতে সক্ষম।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে Sony IMX709 সেন্সর ব্যাবহার করা হয়েছে এবং এটি ওপেন লুপ ফোকাস মোটর ও অটো ফোকাস সাপোর্ট করে। এতে 30FPS 4K ভিডিও রেকর্ডিং করা যায়।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 11 Pro ফোনে 4,600mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোন মাত্র 5 মিনিটের মধ্যে 24 শতাংশ চার্জ হয়ে যায় এবং 28 মিনিটে 0 থেকে 100% চার্জ হয়।
  • ওএস: এই ফোনটি Android 14 এবং ColorOS 14 এ কাজ করে।
  • 5G ব্যান্ড: এই ফোনে n1, n3, n5, n7, n8, n20, n28, n38, n40, n41, n66, n77 এবং n78 সহ 13 5G Bands সাপোর্ট করে। এই সবকটি ব্যান্ড Reliance Jio এবং Airtel এর 5G সারভিসে কাজ করে।

OPPO Reno 11 Pro এর দাম এবং অফার

  • OPPO Reno 11 Pro ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • আগামী 18 জানুয়ারি থেকে ফ্লিপকার্ট ও কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে।
  • ফ্লিপকার্ট থেকে ফোন কেনার সময় SBI, ICICI, IDFC First Bank, Bank of Baroda এবং One Card ব্যাবহার করলে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • OPPO ইউজাররা পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 4,000 টাকা Exchange + Loyalty Bonus পাবেন।
  • ফোন কেনার সময় UPI Payment করলে 7.5% অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • Reno11 Pro 5G ফোনটি কেনার সময় মাত্র 2,999 টাকা বেশি দিয়ে OPPO Enco Air2 Pro পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here