আগামী 25 নভেম্বর ওপ্পো তাদের রেনো 13 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে OPPO Reno 13 এবং OPPO Reno 13 Pro স্মার্টফোন পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানানো হয়নি, কিন্তু লঞ্চের আগেই লিকের মাধ্যমে আপকামিং ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ওপ্পো ফোনটি 16GB RAM এবং MediaTek Dimensity 9300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
OPPO Reno 13 Pro এর স্পেসিফিকেশন
- 6.83″ Quad Curved Screen
- MediaTek Dimensity 9300
- 16GB RAM
- 1TB Storage
- 50MP Selfie Camera
- 50MP+50MP+8MP Back Camera
- IP69 ওয়াটারপ্রুফ / ডাস্টপ্রুফ
প্রসেসর: লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO Reno 13 Pro ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই চিপসেট 2গীগাহার্টস থেকে 3.25 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে পারে।
মেমরি: OPPO Reno 13 Pro ফোন 16জিবি RAM সহ পেশ করা হতে পারে। এই সিরিজের টপ মডেলে 1টিবি স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। OPPO Reno 13 Pro ফোনের ভ্যানিলা মডেলে 12জিবি RAM + 256জিবি স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
ডিসপ্লে: লিকের মাধ্যমে জানা গেছে Reno 13 Pro ফোনটি 6.83 ইঞ্চির বড়ো স্ক্রিন সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনে 1.5কে রেজোলিউশন থাকবে। এছাড়াও এই ফোনে কোয়ার্ড কার্ভ স্ক্রিন প্যানেল সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য আপকামিং ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর + 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স + 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Reno 13 Pro ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
ব্যাটারি: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, কিন্তু ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে OPPO Reno 13 Pro ফোনে 6,000এমএএইচ ব্যাটারি থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
ওয়াটারপ্রুফ ফোন: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য OPPO Reno 13 Pro ফোনটিতে আইপি69 রেটিং সহ দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি Reno 12 Pro ফোনটিকে IP65 রেটিং সহ পেশ করেছিল। তাই Reno 13 Pro ফোনে IP69 রেটিং থাকা একটি বড় আপগ্রেড বলে মনে করা হচ্ছে।
চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে উপরোক্ত সমস্ত স্পেসিফিকেশন জানা গেছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী আগামী 25 নভেম্বর OPPO Reno 13 সিরিজ লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি, পরবর্তী সময়ে লঞ্চ ডেট সম্পর্কে জানানো হবে।
ওপ্পো রেনো 12 সিরিজের দাম
OPPO Reno 12 এর দাম
- 8GB RAM + 256GB Storage = 32,999 টাকা
ওপ্পো রেনো 12 5জি ফোনের দাম 32,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি 8জিবি RAM এবং 256জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটি Astro Silver, Sunset Peach এবং Matte Brown কালার অপশনে সেল করা হচ্ছে। OPPO Reno 12 ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য (এখানে ক্লিক করুন)
OPPO Reno 12 Pro এর দাম
- 12GB RAM + 256GB Storage = 36,999 টাকা
- 12GB RAM + 512GB Storage = 40,999 টাকা
OPPO Reno 12 Pro ফোনের 12জিবি RAM ও 256জিবি স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা এবং 512জিবি স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Sunset Gold এবং Space Brown কালার অপশনে সেল করা হচ্ছে। OPPO Reno 12 Pro ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য (এখানে ক্লিক করুন)