বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে OPPO তাদের Reno 15 Series লঞ্চ ডেট জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 17 নভেম্বর চীনে OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হবে। এইই সিরিজের অধীনে Oppo Reno 15 এবং Oppo Reno 15 Pro ফোনগুলি পেশ করা হবে। লঞ্চের আগেই কোম্পানি তাদের আপকামিং মডেলগুলির কালার, স্টোরেজ অপশন এবং বেশ কিছু ফিচার সম্পর্কে জানিয়েছে। জানিয়ে রাখি এই সিরিজে একটি মিনি মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Reno 15 এবং Reno 15 Pro ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
আগামী 17 নভেম্বর Oppo Reno 15 সিরিজ লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই OPPO এর অফিসিয়াল ওয়েবসাইটে Reno 15 এবং Reno 15 Pro ফোনদুটি প্রি-অর্ডারের জন্য লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন, কালার অপশন এবং স্টোরেজ সম্পর্কে জানা গেছে।
ভ্যানিলা মডেল OPPO Reno 15 ফোনটি Starlight Bow, Aurora Blue এবং Canele Brown তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনটি বেশ কয়েকটি স্টোরেজ অপশনেও পেশ করা হবে। এই লিস্টে 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ অপশন রয়েছে। অন্যদিকে Reno 15 Pro ফোনটি Starlight Bow, Honey Gold ও Canele Brown কালার অপশনে পেশ করা হবে। এছাড়া ফোনটিতে 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ অপশনও থাকবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আসন্ন Reno 15 এবং 15 Pro ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী Reno 15 ফোনটিতে 6.59 ইঞ্চির এবং Reno 15 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির OLED 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। উভয় ফোনটিতে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে। এই ফোনটি Android 16 এবং ColorOS 16 ইউআই সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
OPPO Reno 15 সিরিজে অসাধারণ ক্যামেরা থাকতে পারে। এই ফোনদুটিতে 200 মেগাপিক্সেল Samsung HP5 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। ডিজাইনের দিক দিয়েও ফোনটি প্রিমিয়াম হয়ে উঠেছে। এই ফোনটিতে মেটাল মিডল ফ্রেম এবং IP68/69 রেটিং সহ মজবুত বিল্ড কোয়ালিটি যোগ করা হতে পারে।
Reno 15 Pro ফোনটিতে 6,300mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এখনও পর্যন্ত Reno 15 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে লিক অনুযায়ী ফোনটির চার্জিং স্পীড Pro ভার্সনের মতো হবে বলে আশা করা হচ্ছে।
Oppo Reno 15 সিরিজ লঞ্চের পর Xiaomi 17 এবং Honor 200 Pro সিরিজের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে বলে আশা করা হচ্ছে। যারা অসাধারণ ডিজাইন, ক্যামেরা, বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Oppo Reno 15 সিরিজের ফোনগুলি ভালো অপশন হতে পারে।
যারা ভবিষ্যতে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Oppo Reno 15 সিরিজের অপেক্ষা করতে পারেন। ইউজারদের কাছে এই সিরিজের ফোনগুলি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আমরা Oppo Reno 15 সিরিজ লঞ্চের দিন এই বিষয়ে সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।












