সস্তা হল OPPO A9 2020 এবং OPPO Reno 2Z, 2,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে এই ফোনদুটি

ভারতীয় স্মার্টফোন মার্কেটে তাদের ফ‍্যানদের খুশি করার উদ্দেশ্যে টেক কোম্পানি OPPO তাদের দুটি নতুন স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। আমরা আমাদের রিটেইল সেক্টরের সোর্স থেকে এই খবর পেয়েছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী কোম্পানি ভারতে লঞ্চ হ‌ওয়া দুটি স্মার্টফোন OPPO A9 2020 এবং OPPO Reno 2Z এর দাম কমিয়ে দিয়েছে। OPPO এই ফোনদুটির দাম 2,000 টাকা পর্যন্ত কমিয়েছে।

আরও পড়ুন : কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের ফোন আনলক না করেই কিভাবে তাঁর বাড়ির লোককে খবর দেবেন?

OPPO Reno 2Z ফোনটি ভারতীয় মার্কেটে 29,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিছু দিন আগে এই ফোনটির দাম কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকা কমানো হয়, তারপর ফোনটির দাম হয় 27,990 টাকা। আবার কোম্পানি ফোনটির দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে। নতুন প্রাইস কাটের পর এই অসাধারণ ফোনটির দাম 25,990 টাকা হয়ে গেছে। 

OPPO A9 2020 ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 19,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি ফোনটির দাম এবার 1,500 টাকা কমিয়ে দিয়েছে। প্রাইস কাটের পর ফোনটির দাম 18,490 টাকা হয়ে গেছে। OPPO এর এই দুটি ফোন অফলাইন রিটেইল স্টোরের সঙ্গে সঙ্গে ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়াতেও নতুন দামে সেল করা শুরু হয়ে গেছে।

আরও পড়ুন : Vodafone-Idea 50 শতাংশ পর্যন্ত বাড়ালো প্রিপেইড প্ল‍্যানের দাম, দিতে হবে আগের চেয়ে বেশি টাকা

OPPO Reno 3 Pro

কয়েক দিন আগেই OPPO জানিয়েছিল তাদের Reno 3 সিরিজ ডুয়েল মোড 5জি সাপোর্টের সঙ্গে পেশ করা হবে। কিছু দিন আগে পেশ হ‌ওয়া ফোটো থেকে জানা গেছে এই ফোনটি 7.7 এম‌এম স্লিক হবে এবং কম দামে সবচেয়ে প্রথম ডুয়েল মোড 5জি সাপোর্টেড ডিভাইস হবে। OPPO Reno 3 Pro 5G এর ফোটো Shen টুইটারে শেয়ার করেছিলেন, যেখানে ফোনটির নিচের কিছুটা অংশ দেখা গেছিল। টুইটে বলা হয়েছে ফোনটি গ্লাস বডির সঙ্গে পেশ করা হবে।

OPPO Reno 3 ফোনটি মেটাল অ্যালয় ফ্রেম দিয়ে তৈরি করা হবে। কোম্পানির এই আগামী ফোনে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে ও কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলেও গোরিলা গ্লাস ব‍্যবহার করা হবে। স্পীড ও মাল্টিটাস্কিঙের কথা মাথায় রেখে OPPO Reno 3 তে অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 735 প্রসেসরের সঙ্গে 8 জিবি র‍্যাম দেওয়া হবে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে VOOC 4.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আরও পড়ুন : প্ল‍্যানের দাম বাড়ালো Airtel, জেনে নিন বিস্তারিত তথ্য

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে চারটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। OPPO Reno 3 তে 60 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here