Vodafone-Idea 50 শতাংশ পর্যন্ত বাড়ালো প্রিপেইড প্ল‍্যানের দাম, দিতে হবে আগের চেয়ে বেশি টাকা

Vodafone-Idea তাদের নতুন ও দামি ট‍্যারিফ প্ল‍্যান সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। নতুন দাম আগামীকাল অর্থাৎ 3 ডিসেম্বর থেকে কার্যকর হয়ে যাবে। কোম্পানি গত মাসেই জানিয়েছে ব‍্যাবসায় ক্ষতি হ‌ওয়ার দরুন তারা তাদের ট‍্যারিফের দাম বাড়াতে চলেছে। দাম বাড়ানোর পর Vodafone-Idea এর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল‍্যানের দাম এখন 19 টাকা। এছাড়াও কোম্পানি এখন অন‍্যান‍্য কোম্পানিতে কল করার জন্য FUP লিমিট সেট করে দিয়েছে। 

আরও পড়ুন : প্ল‍্যানের দাম বাড়ালো Airtel, জেনে নিন বিস্তারিত তথ্য

প্ল‍্যান রিভাইসড হ‌ওয়ার পর Vodafone এর ট‍্যারিফ লিস্টে 365 দিন ভ‍্যালিডিটির দুটি, 84 দিন ভ‍্যালিডিটির তিনটি, 28 দিন ভ‍্যালিডিটির চারটি প্ল‍্যান ছাড়াও দুটি কম্বো প্ল‍্যান আছে। এই কম্বো প্ল‍্যানে ডেটা ও টকটাইম বেনিফিট পাওয়া যাবে। আজ আমরা এই সবকটি প্ল‍্যান নিয়ে কথা বলব। 

কম্বো ভাউচার

 Vodafone-Idea এর কম্বো ভাউচার উপভোগ করতে হলে 49 ও 79 টাকার রিচার্জ করতে হবে। 49 টাকার ভাউচারে ইউজারদের 28 দিন ভ‍্যালিডিটির জন্য 38 টাকার টকটাইম ও 100 এমবি ডেটা দেওয়া হবে। অন‍্যদিকে 79 টাকার প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 28 দিন, এই প্ল‍্যানে 64 টাকার টকটাইম ও 200 এমবি ডেটা পাওয়া যায়।

আরও পড়ুন : সস্তা ভয়েস কলের দিন শেষ, 6 ডিসেম্বর থেকে দাম বাড়বে Jio এর প্ল‍্যানের

28 দিন ভ‍্যালিডিটির নতুন ভাউচার

ট‍্যারিফ রিভাইসড করার পর Vodafone-Idea এর পক্ষ থেকে গ্ৰাহকদের চারটি 28 দিন ভ‍্যালিডিটির আনলিমিটেড প‍্যাক অফার করা হচ্ছে। এই চারটি প্ল‍্যানের দাম যথাক্রমে 149 টাকা, 249 টাকা, 299 টাকা এবং 399 টাকা। এর মধ্যে 149 টাকার প্ল‍্যানে 2 জিবি ডেটার সঙ্গে 300 এস‌এম‌এস ও ভোডাফোন নেটওয়ার্কের জন্য আনলিমিটেড কলিং পাওয়া যাবে।

249 টাকার প্ল‍্যানে আনলিমিটেড অন নেট (ভোডাফোন ও আইডিয়া নেটওয়ার্ক) এর সঙ্গে আনলিমিটেড কল, প্রতিদিন 100টি করে এস‌এম‌এস ও 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। এক‌ইভাবে 299 টাকার প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি ডেটা ও 399 টাকার প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যাবে এই দুটি প্ল‍্যানের অন‍্যান‍্য বেনিফিট 249 টাকার প্ল‍্যানের মতোই।

আরও পড়ুন : ফিরে এল BSNL এর এই অসাধারণ প্ল‍্যান, পাওয়া যাবে প্রতিদিন 3 জিবি ডেটা

84 দিন ভ‍্যালিডিটির নতুন ভাউচার

Vodafone-Idea এর পক্ষ থেকে 84 দিন ভ‍্যালিডিটির তিনটি প্ল‍্যান পেশ করা হয়েছে। এই তিনটি প্ল‍্যানের দাম যথাক্রমে 379 টাকা, 599 টাকা এবং 599 টাকা। 379 টাকার প্ল‍্যানে ইউজারদের পুরো ভ‍্যালিডিটির জন্য অর্থাৎ 84 দিনের জন্য মোট 6 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড অন নেট কল ও 1,000টি ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়।

অন‍্যদিকে 599 টাকার প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি এবং 699 টাকার প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়। দুটি প্ল‍্যানেই আনলিমিটেড অন নেট কল ও প্রতিদিন 100টি ফ্রি এস‌ঐম‌এসের সুবিধা আছে। 

আরও পড়ুন : গীকবেঞ্চে লিস্টেড হল Samsung এর দুর্দান্ত ফোন Galaxy Note 10 Lite, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

এছাড়া 379 টাকা, 599 টাকা এবং 599 টাকা দামের এই তিনটি প্ল‍্যানে 3,000 মিনিট করে দেওয়া হবে, যা অন‍্য নেট‌ওয়ার্কে কলের জন্য অর্থাৎ অফ নেট কলের জন্য ব‍্যবহার করা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি 70 দিন ভ‍্যালিডিটির সবকটি প্ল‍্যান ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। 

365 দিন ভ‍্যালিডিটির নতুন ভাউচার

এই সংকটের সময় দাঁড়িয়ে Vodafone-Idea দুটি নতুন অ্যানুয়াল প্ল‍্যান পেশ করেছে। এই দুটি প্ল‍্যানের দাম যথাক্রমে 1,499 টাকা এবং 2,399 টাকা। এই দুটি প্ল‍্যানেই অফ নেট কলের জন্য 12,000 মিনিট পাওয়া যায়। তবে অন‍্যান‍্য প্ল‍্যানের মতো এই প্ল‍্যানেও আনলিমিটেড অন নেট কল উপভোগ করা যাবে। 

আরও পড়ুন : ভারতে 5 ডিসেম্বর লঞ্চ হবে Nokia Smart TV

এই দুটি প্ল‍্যানের‌ই ভ‍্যালিডিটি 365 দিন। 1,499 টাকা দামের প্ল‍্যানে মোট 24 জিবি ডেটার সঙ্গে এক বছরের জন্য 3,600 এস‌এম‌এস দেওয়া হচ্ছে। অন‍্যদিকে 2,399 টাকার প্ল‍্যানে প্রতিদিন 1.5 ডেটা পাওয়া যায়। 

প্রসঙ্গত জানিয়ে রাখি, Vodafone-Idea এর অন নেট কলের FUP (Fair Usage Policy) লিমিট শেষ হ‌ওয়ার পর প্রতি মিনিট কলের জন্য 6 পয়সা করে দাম দিতে হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here