8GB RAM ও 6টি ক‍্যামেরাযুক্ত OPPO Reno 3 Pro কেনার সুবর্ণ সুযোগ, পুজোর আগেই কমে গেল দাম

ওপ্পো ভারতে এই বছরের প্রথম কোয়ার্টারে তাদের ‘রেনো’ সিরিজের OPPO Reno 3 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে এই ফোনে ছয়টি ক‍্যামেরা সেন্সর রয়েছে। হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত এই ফোনটি যাতে গ্ৰাহকরা আরও কম দামে কিনতে পারে তার জন্য কোম্পানি ফোনটির দাম এক ধাক্কায় 2,000 টাকা কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের পর OPPO Reno 3 Pro ফোনটি আজ থেকেই 25,990 টাকা দামে কেনা যাচ্ছে।

আরও পড়ুন: চলে এল OPPO A73 5G এর ফুল ডিটেইলস, লঞ্চের আগেই জেনে নিন ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন

মার্কেটে OPPO Reno 3 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। এতদিন ফোনটি 27,990 টাকা দামে সেল করা হতো যা আজ থেকেই 25,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়া ফোনটির 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 29,990 টাকা দামে সেল করা হয়।

OPPO Reno 3 Pro

কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 3 Pro তে ডুয়েল পাঞ্চ হোলের সঙ্গে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরিযুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যা মিডিয়াটেক পি95 চিপসেটে রান করে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন।

আরও পড়ুন: লিক হলো Realme Q সিরিজের অফিসিয়াল ডিজাইন, জানা গেছে স্পেসিফিকেশন‌ও

সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 3 Pro তে 44 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আছে। OPPO Reno 3 Pro ফোনটিতে আল্ট্রা নাইট সেলফি মোড যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO Reno 3 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই ফোনে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন, OnePlus Nord N10 নামে শীঘ্রই হতে পারে লঞ্চ

এই ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য OPPO Reno 3 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30W VOOC Flash Charge 4.0 টেকনিকযুক্ত 4,025 ‌এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানি OPPO Reno 3 Pro ফোনটি অরোরা ব্লু, মিডনাইট ব্ল‍্যাক ও স্কাই হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here