লিক হল OPPO Reno 8T 5G এর অফিসিয়াল টিজার, জেনে নিন ডিটেইলস

Highlights

  • ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে OPPO Reno 8T 5G ফোন।
  • লঞ্চের আগেই এই Oppo মোবাইলের অফিসিয়াল টিজার পোস্টার সামনে এসেছে।
  • Reno 8T 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে।

ভারতে Oppo কোম্পানি তাদের ‘Reno’ সিরিজটির অধীনে আরেকটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এই নতুন Oppo মোবাইলটি Reno 8T 5G নামে ভারতের মার্কেটে প্রবেশ করবে। যদিও কোম্পানি এখনও অফিসিয়াল ডিটেইলস জানায়নি, তবে কিছু লিক রিপোর্ট অনুযায়ী Oppo Reno 8T 5G ফোনটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চ হবে। যদিও লঞ্চের আগেই 91mobiles-এর কাছে ফোনটির অফিসিয়াল টিজার পোস্টার এসেছে। আমরা অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে এই পোস্টার পেয়েছিলাম। কোম্পানি আগামী দিনে ফোনের প্রচারের জন্য এই পোস্টার ইমেজ ব্যবহার করতে চলেছে। এই ফটোতে ফোনের ফ্রন্ট এবং ব্যাক উভয় প্যানেল দেখানো হয়েছে, যেখানে OPPO Reno 8T 5G স্মার্টফোনের লুক এবং ডিজাইনও প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: PUBG মোবাইলের লেটেস্ট আপডেটের সাথে পাওয়া গেল নতুন ম্যাপ, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে BGMI ফ্যানদের

কেমন হবে OPPO Reno 8T 5G এর ডিজাইন?

পোস্টারে, দেখা যাচ্ছে যে Oppo Reno 8T 5G ফোনে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে একটি কার্ভ ডিসপ্লে রয়েছে। এই ফোনের পাওয়ার বাটনটি ফোনের ডান প্যানেলে রয়েছে এবং ভলিউম রকারটি বাম প্যানেলে রয়েছে। ব্যাক প্যানেল অনুযায়ী একটি মডেল কালো রঙে এবং অন্য মডেলটি কমলা রঙের কালার অপশনে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

oppo reno 8t 5g ফোনটি ভারতে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে।এই ফোনের অফিসিয়াল পোস্টার ইমেজ ডিজাইন প্রকাশ করা হয়েছে। ফোনের কমলা রঙের মডেলটি লেদার ফিনিশ হবে বলে জানা গেছে। ব্যাক প্যানেলের উপরের ডানদিকে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে দুটি বড় রিং উল্লম্বভাবে স্থাপন করা হয়েছে। উপরের রিংটিতে একটি বড় সাইজের সিঙ্গেল ক্যামেরা লেন্স রয়েছে, সেখানে দুটি ক্যামেরা সেন্সর এবং নীচের রিংটিতে একটি ফ্ল্যাশলাইট রয়েছে। ফোনের ব্যাক প্যানেলের বাম দিকে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে। আরও পড়ুন: 108MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord CE 3 5G, জেনে নিন ডিটেইলস

এই ফোনের প্রোডাক্ট পেজটি Oppo কোম্পানির ইন্দোনেশিয়ান ওয়েবসাইটেও তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে ফোনের ছবি এবং এর কালার ভেরিয়েন্ট প্রকাশ করা হয়েছে। তবে আমরা যেই অফিসিয়াল পোস্টারটি পেয়েছি তাতে, স্ক্রিনের পাঞ্চ-হোল ঠিক মাঝখানে এবং ইন্দোনেশিয়ান মডেলে পাঞ্চ-হোল সাইডে রয়েছে। হয়তো ইন্দোনেশিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত ফোনটি Oppo Reno 8T 4G মডেল হতে পারে।

কেমন হবে OPPO Reno 8T-এর স্পেসিফিকেশন?

  • 6.43 FHD+90Hz AMOLED স্ক্রীন
  • Qualcomm Snapdragon 695
  • 100MP রেয়ার + 32MP সেলফি ক্যামেরা
  • 67W ফাস্ট চার্জিং

লিক রিপোর্ট এবং সার্টিফিকেশন সাইট অনুযায়ী এই OPPO মোবাইলটি Qualcomm Snapdragon 695 প্রসেসরে লঞ্চ হবে। এই চিপসেটটি মিড-বাজেট 5G ফোনের জন্য সেরা বলে মনে করা হয়। ভারতীয় মার্কেটে, Reno 8T 8GB RAM মেমরিতে লঞ্চ করা যেতে পারে যা ভার্চুয়াল এক্সটেন্ডেড RAM সাপোর্ট করবে। লিক অনুযায়ী, OPPO Reno 8T ফোনে 100-মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 32-মেগাপিক্সেল লেন্স দেওয়া যেতে পারে। এই স্মার্টফোনটি একটি 6.43-ইঞ্চি FullHD + AMOLED ডিসপ্লেতে লঞ্চ করা যেতে পারে, যা 90Hz রিফ্রেশরেটে কাজ করবে। Reno 8T 5G ফোনে 67W ফাস্ট চার্জিং টেকনোলজি দেখা যেতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল 100KM রেঞ্জসহ এই ইলেকট্রিক বাইক, জেনে নিন ফিচার এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here