এই উৎসবের মরশুমে OPPO তাদের Reno14 সিরিজের অধীনে Reno14 5G Diwali Edition স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি আকর্ষণীয় কালার এবং ডিজাইন সহ পেশ করা হয়েছে। স্মার্টফোনটিতে গোল্ডেন মান্ডালা স্টাইল আর্টওয়ার্ক এবং নিচের বাঁদিকের কর্নারে ময়ূর ডিজাইন করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই প্রথম ভারতে Heat-sensitive GlowShift কালার চেঞ্জিং টেকনোলোজি সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেল আকর্ষণীয় কালারে পরিবর্তিত হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno14 5G Diwali Edition স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
জানিয়ে রাখি এই প্রথম ভারতে GlowShift টেকনোলোজি সহ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে বডি-টেম্পারেচরের সঙ্গে সঙ্গে রং পরিবর্তন হয়। অর্থাৎ 28℃ এর চেয়ে কম তাপমাত্রায় কালার ডার্ক ব্ল্যাক থাকে, 29–34℃ তাপমাত্রায় রং পরিবর্তন হতে থাকে এবং উষ্ণতা 35℃ পেরিয়ে গেলে কালার সম্পূর্ণ গোল্ড হয়ে যায়। ছয়টি জটিল পদ্ধতি, তিনটি সুপারইম্পোজড লেয়ার এবং নয় লেয়ার ল্যামিনেশনের মাধ্যমে এই এফেক্ট তৈরি করা হয়েছে। এই ফোনটি কমপক্ষে 10,000 সাইকেল পর্যন্ত এই এফেক্ট দিতে সক্ষম হবে।
Oppo Reno14 5G Diwali Edition স্মার্টফোনটি শুধুমাত্র 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টের নতুন কালারের নাম দিওয়ালি গোল্ড রাখা হয়েছে। এই স্মার্টফোনের দাম 39,999 টাকা রাখা হয়েছে। তবে ফেস্টিভ সিজেন চলাকালীন আকর্ষণীয় ছাড় সহ 36,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই স্মার্টফোনটি OPPO e-store, Flipkart, Amazon এবং গুরুত্বপূর্ণ রিটেইল স্টোরের মাধ্যমে স্মার্টফোনটি কেনা যাচ্ছে।
ইউজাররা স্মার্টফোনটি কিনলে 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট এবং 6 মাসের নো-কোস্ট EMI অপশনও পেয়ে যাবেন। এছাড়া ইউজারদের জন্য স্পেশাল প্রমোশন জারি করা হয়েছে। এর মাধ্যমে 10 জন মেগা বিজয়ী 10 লক্ষ টাকা ক্যাশ, প্রতিদিন একজন বিজয়ী 1 লক্ষ টাকা ক্যাশ ও সিলেক্টেড OPPO প্রোডাক্ট (Find X8, Reno14, OPPO F31 Pro, OPPO Enco Buds3 Pro), 3 মাসের এক্সন্টেডেড ওয়ারেন্টটি এবং 5,000 রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করতে পারবেন।
Oppo Reno14 স্মার্টফোনের মতো Oppo Reno14 5G Diwali Edition স্মার্টফোনটির স্পেসিফিকেশন। এই স্মার্টফোনে 1256 × 2760 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
Oppo Reno 14 5G স্মার্টফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসর এবং ARM G615 MC6 GPU রয়েছে। স্মার্টফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এতে 8GB পর্যন্ত LPDDR5X RAM সহ 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ফটোগ্রাফির জন্য Oppo Reno 14 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভারতের বাজারে মিড বাজেট রেঞ্জে Oppo Reno 14 5G Diwali Edition স্মার্টফোনটি উপস্থিত Samsung Galaxy A56, Vivo V60 এবং iQOO Neo 10 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা স্পেশাল এডিশন এবং ফেস্টিভ থিম সহ স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য Oppo Reno 14 5G Diwali Edition স্মার্টফোনটি একটি ভালো অপশন। যেসব ইউজারারা উৎসবের মরশুমে লিমিটেড এডিশন এবং প্রিমিয়াম ডিজাইন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য একটি দুর্দান্ত অপশন।
যারা ফেস্টিভ সিজনে এমনি একটি স্মার্টফোন চাইছেন, তাঁরা Oppo Reno 14 5G Diwali Edition স্মার্টফোনটি কিনতে পারেন।











