Coronavirus এর প্রকোপে ক্ষতিগ্রস্ত স্মার্টফোন ইন্ডাস্ট্রি, সমস‍্যার মুখে Samsung, Vivo, Xiaomi সহ অন‍্যান‍্য কোম্পানি

চীন থেকে শুরু হয়ে আজ Coronavirus প্রায় গোটা বিশ্বকে কাবু করে ফেলেছে। বর্তমানে করোনার প্রভাবে অন‍্যান‍্য ইন্ডাস্ট্রির মতোই স্মার্টফোন ইন্ডাস্ট্রিও ব‍্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। COVID-19 এর কারণে গত ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে অত‍্যন্ত বেশি লোকসান লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: 4700 mAh ব‍্যাটারী, 64 MP ক‍্যামেরা ও Snapdragon 865 প্রসেসরের সঙ্গে চলে এল Redmi K30 Pro 5G, জেনে নিন দাম

38 শতাংশ হ্রাস পেয়েছে সেল

একটি রিপোর্টের তথ্য অনুযায়ী গত বছর ফেব্রুয়ারি মাসের স্মার্টফোন মার্কেটের পারফরম্যান্সের তুলনায় এই বছরের স্মার্টফোনের সেল যথেষ্ট কম ছিল এবং এর দোষ সরাসরি গিয়ে পড়ে করোনা ভাইরাসের ওপর। রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারিতে গ্লোবাল শিপমেন্ট ছিল 6.1 কোটি ইউনিট। এই সেল গত বছরের তুলনায় 38 শতাংশ কম।

অথচ গত বছরের ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল প্রায় 9.9 কোটি ইউনিট। স্মার্টফোন ইন্ডাস্ট্রি এত বড় ক্ষতির জন্য COVID-19 মহামারিকেই দায়ী করছে। এই ভাইরাসের প্রভাবে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি নতুন ফোন লঞ্চের জন্য লঞ্চ ইভেন্ট আয়োজন করার বদলে অনলাইন প্ল‍্যাটফর্মেই স্মার্টফোন লঞ্চ করছে।

আরও পড়ুন: Vivo এর ঘোষণা: থেমে গেল Vivo V19 এর লঞ্চ, স্মার্টফোনের পরিবর্তে তৈরি করবে মাস্ক এবং করবে করোনা প্রতিরোধে সাহায্য

পিছিয়ে গেছে স্মার্টফোনের লঞ্চ ডেট

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের ফোনের লঞ্চ থেকে শুরু করে সেল পিছিয়ে দিয়েছে। এমনকি শাওমি ও রিয়েলমির মতো ঘন ঘন ফোন লঞ্চ করা কোম্পানিও এই লিস্টের অন্তর্গত। এছাড়া ভিভো ভারতে তাদের লঞ্চ হতে চলা আগামী স্মার্টফোন ভিভো ভি19 এর লঞ্চ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে। আজ অর্থাৎ 26 মার্চ দেশের অনলাইন প্ল‍্যাটফর্মে এই ফোনটি লঞ্চ করার কথা ছিল।

এর চেয়ে 2019 বেশি ভালো ছিল

প্রসঙ্গত জানিয়ে রাখি এই বছরের জানুয়ারি মাসেই চীনের বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের ম‍্যানুফ‍্যাকচারিং বন্ধ করে দেয়। বিভিন্ন বড় কোম্পানির সাপ্লাই চেইনে এর প্রভাব লক্ষ‍্য করা যায়। যেখানে দাঁড়িয়ে গ্লোবাল মার্কেটে শাওমি ও অ্যাপেলের মতো কোম্পানি যেখানে 2019 সালের শেষের দিকেও টেক জগত দাপিয়ে বেরাচ্ছিল সেখানে এই বছরের শুরুতেই তাদের সেল যথেষ্ট হ্রাস পায়।

আরও পড়ুন: Jio Fiber ইউজাররা পাবেন দ্বিগুণ ডেটা, জেনে নিন কিভাবে

ভারতে বন্ধ ম‍্যানুফ‍্যাকচারিং প্লান্ট

বর্তমানে ভারতেও বেশ কিছু কোম্পানি তাদের ম‍্যানুফ‍্যাকচারিং প্লান্ট বন্ধ করে দিয়েছে। সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং এদেশের নয়ডায় অবস্থিত সবচেয়ে বড় প্লান্টটি কিছু দিনের জন্য শাট ডাউন করে দিয়েছে।

ভারতে লক ডাউন

স‍্যামসাং ছাড়াও ভারতে ওপ্পো, ভিভো এবং এলজির প্লান্ট আছে এবং বর্তমান অবস্থার দিকে খেয়াল করে তারাও তাদের প্লান্টগুলি বন্ধ করে দিয়েছে। অন‍্য দিকে ভারত সরকার গতকাল অর্থাৎ 25 মার্চ থেকে 21 দিনের লক ডাউন ঘোষণা করেছে। গোটা দেশেই এই লক ডাউন প্রশাসনিকভাবে কার্যকর করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here