17 নভেম্বর OPPO Reno15 সিরিজ চীনে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে OPPO Reno 15 এবং OPPO Reno 15 Pro ফোনগুলি লঞ্চ করা হবে। চীনের পরই ফোনগুলি ভারতের বাজারেও লঞ্চ করা হবে। সম্প্রতি চীনের টেলিকম লিস্টিঙে OPPO Reno 15 ফোনটি স্পেসিফিকেশন সহ দেখা গেছে। এবার ভারতে আসন্ন OPPO Reno15 5G ফোনটির মডেল নাম্বার চীনের থেকে আলাদা হবে বলে শোনা যাচ্ছে। ওপ্পো মোবাইলের চীনের এবং ভারতের মডেলের মধ্যে পার্থক্য সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
লিক অনুযায়ী OPPO Reno 15 ফোনটি ভারতের বাজারে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি সিপিইউ 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে চীনের বাজারে এই মডেলটি MediaTek Dimensity 8400 বা Dimensity 8450 প্রসেসর সহ পেশ করা হবে।
OPPO Reno 15 ফোনটি 200MP ক্যামেরা সহ চীনে লঞ্চ করা হবে। এই ফোনটি 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP প্রাইমারি সেন্সর সহ লিস্টেড হয়েছে। এবার সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OPPO Reno 15 ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে না। ভারতীয় মডেলে 50MP প্রাইমারি ক্যামেরা সহ 50MP telephoto লেন্স এবং 8MP ultrawide লেন্স থাকবে বলে জানা গেছে।
আপকামিং ফোনের চীনের এবং ভারতের মডেলের ব্যাটারির ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। লিক অনুযায়ী ভারতের বাজারে OPPO Reno 15 ফোনটি 6,500mAh ব্যাটারি সহ পেশ করা হবে। তবে চীনের মডেলটিতে 6,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ভারতের এবং গ্লোবাল বাজারে OPPO ফোনটি 300mAh ছোট ব্যাটারি সহ পেশ করা হবে।
ভারতের ইউজারদের জন্য আপকামিং ফোনের ব্যাটারি সাইজ ছোট হলেও ডিসপ্লে সাইজ বড় রাখা হয়েছে। লিক অনুযায়ী OPPO Reno 15 ফোনটি ভারতের বাজারে 6.59 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। তবে চীনের বাজারে ফোনটিতে 6.32 ইঞ্চির স্ক্রিন সাইজ দেওয়া হতে পারে। তবে উভয় দেশের ক্ষেত্রেই ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।
চীন এবং ভারত দুটি দেশেই OPPO Reno 15 ফোনটিতে সেলফি ক্যামেরার জন্য একই 50 মেগাপিক্সেল লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে চার্জিংয়ের জন্যও দুই মডেলেই 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। চীনে OPPO Reno 15 ফোনটি Aurora Blue, Starlight Bow, Canele Brown এবং Star Pink কালার অপশনে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত ভারতে ফোনটি কি কি কালার অপশনে লঞ্চ করা হবে সেই বিষয়ে জানানো হয়নি।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO Reno 15 এবং OPPO Reno 15 Pro ফোনগুলির ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে ডিসেম্বর মাসের শেষের দিকে বা 2026 সালের জানুয়ারি মাসের শুরুতেই Reno 15 সিরিজ ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যারা স্টাইলিশ লুকের পাশাপাশি একটি দুর্দান্ত ক্যামেরা সহ ফোন কেনার কথা ভাবছেন, তবে তাঁরা এই সিরিজের অপেক্ষা করতে পারেন। অন্যদিকে যদি আরও বেশি দিন অপেক্ষা করে ফোন কিনতে চান, তাঁরা আসন্ন শক্তিশালী ফিচার সহ Vivo V60, realme GT 7 বা iQOO Neo 10 ফোনগুলি সম্পর্কে চিন্তাভাবনা করতে পারেন।












