Oppo নিয়ে এলো বিশ্বের প্রথম এমন স্মার্টফোন যার ক‍্যামেরা স্ক্রিনের নিচে লুকানো

ক‍্যামেরায় বেশি মেগাপিক্সেলের সেন্সর যেই কোম্পানিই দিক না কেন, ক‍্যামেরা সেট‌আপের ক্ষেত্রে ইনোভেশন নিয়ে আসার ব‍্যাপারে Oppo সবসময় সবার থেকে এগিয়ে। গত বছর কোম্পানি Oppo Find X লঞ্চ করেছিল। এবছর কোম্পানি শার্ক ফিন পপ আপসহ Oppo Reno লঞ্চ করেছে। কোম্পানির ইনোভেশন এখানেই আটকে নেই। কোম্পানি এবার এমন একটি স্মার্টফোন নিয়ে এসেছে যার ক‍্যামেরা পুরোপুরি লুকানো এবং ক‍্যামেরা ওপেন করলে পপ আপের সঙ্গে বেরিয়েও আসবে না। কোম্পানি তাদের প্রথম ইন ডিসপ্লে ক‍্যামেরার ডেমো দিয়েছে। Oppo তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে কোম্পানি তাদের প্রথম ইন স্ক্রিন ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন দেখিয়েছে।

Vodafone পেশ করলো 229 টাকার প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলিঙের সঙ্গে পাওয়া যাবে প্রতিদিন 2 জিবি ডেটা

ইন স্ক্রিন ক‍্যামেরাওয়ালা।স্মার্টফোন সম্পর্কে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে এবং Samsung ও Xiaomi সহ আরও কয়েকটি কোম্পানি এই ধরনের ফোনের পেটেন্ট করিয়ে রেখেছে। কিন্তু Oppo সবার আগে এই ফোন দেখিয়ে দিলো। এটি এখনও একটি প্রোটোটাইপ ফোন এবং ফোনটির অফিসিয়াল লঞ্চ হতে এখনও দেরি আছে। কবে ফোনটি লঞ্চ হবে তা এখনও বলা না হলেও কোম্পানি ফোনটির ক‍্যামেরা ফাংশন খুব ভালো করে দেখিয়েছে।

ভিডিওতে একটি কার্ভড ডিসপ্লেওয়ালা স্মার্টফোন দেখা গেছে। এই ফোনে ক‍্যামেরা অন করলে একটি অ্যানিমেশন রিং তৈরি হয় এবং ফ্রন্ট ক‍্যামেরা অন হয়ে যায়। পুরো স্ক্রিনে কোথাও ক‍্যামেরা দেখা যায় না, কিন্তু যেখানে রিং তৈরি হয় সেখানে স্পর্শ করলে ক‍্যামেরা বোঝা যায়।

Exclusive : 32 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy M40, ব‍্যাটারী হবে 4,000 এম‌এএইচের‌ও বেশি

কোম্পানি ভিডিওটি শেয়ার করে লিখেছে “যারা সম্পূর্ণ বেজল লেস স্মার্টফোন উপভোগ করতে চান তারা অবাক হ‌ওয়ার জন্য প্রস্তুত হয়ে যান।” এর নিচে লেখা “আপনারা দেখছেন আমাদের প্রথম আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা টেকনিক।”

শেয়ার করা ভিডিওতে ক‍্যামেরা ঠিক মতো কাজ করলেও এখনই কোয়ালিটি সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। কারণ এটি একটি প্রোটোটাইপ স্মার্টফোন এবং এর অফিসিয়াল লঞ্চ এখনও হয়নি। ততদিন ফোনটিতে কিছু পরিবর্তন‌ও করা হতে পারে।

4 জুন ভারতে সেল হবে OnePlus 7, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

আমরা আগেই বলেছি Oppo তাদের Find X এর হাত ধরে নতুন ক‍্যামেরার সূচনা করেছে। এই ইন ডিসপ্লে ক‍্যামেরার সূচনা কোম্পানি Find X2 এর সঙ্গে করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here