এসে গেছে নতুন পতঞ্জলি সিম কার্ড, বাবা রামদেব দিচ্ছেন ইন্টারনেট ও ভয়েস কলের সঙ্গে আরও অনেক সুবিধা

দেশের টেলিকম জগতের রূপরেখা পাল্টে দিয়ে রিলায়েন্স জিও আজ ভারতের অন‍্যতম বড় নেটওয়ার্ক। জিও আসার পর থেকে প্রায় সব টেলিকম কোম্পানি তাদের ট‍্যারিফ প্ল‍্যান বদলে দিয়েছে এবং অত‍্যন্ত কম দামে প্রচুর পরিমাণে ডেটার সঙ্গে ফ্রি ভয়েস কল অফার করছে। টেলিকম জগতের এই দৌড়ে আজ আর এক নতুন নাম জুড়ে গেল। এই নাম অন্য কারোর নয়, স্বয়ং ভারতের যোগাসন গুরু বাবা রামদেবের। অন‍্যান‍্য দেশী বিদেশী কোম্পানির সঙ্গে বাবা রামদেব তার পতঞ্জলি ব্র‍্যান্ডের সঙ্গে টেলিকম জগতে পা রেখেছেন।

বাবা রামদেব “স্বদেশী সমৃদ্ধি সিম কার্ড”এর।ঘোষণা করেছেন। পতঞ্জলির নাম সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার পর এবার বাজারে এই নতুন সিম আনার পরিকল্পনা। সরকারি টেলিকম কোম্পানি ভারতীয় দূরসঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) -এর সঙ্গে হাত মিলিয়ে নতুন এই টেলিকম ব্র‍্যান্ডের সূচনা হয়েছে। বিএস‌এন‌এলের সঙ্গে পার্টনারশিপ করে স্বদেশী সমৃদ্ধি সিম কার্ড পেশ করেছে।

বাবা রামদেব তার সিম বিএস‌এন‌এল পতঞ্জলি প্ল‍্যান হিসেবে পেশ করেছে। এই সিমে টেলিকম সেবার সঙ্গে আরও অনেক সুবিধা পাওয়া যাবে। স্বদেশী সমৃদ্ধি সিম কার্ড গ্রাহকদের 5 লক্ষ টাকার জীবন বীমা ও 2.5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভার করা হবে। এর সঙ্গে পতঞ্জলি সিম কার্ড ইউজারদের পতঞ্জলি ব্র‍্যান্ডের যে কোনো প্রোডাক্ট কেনার সময় অতিরিক্ত 10 শতাংশ ছাড় দেওয়া হবে।

পতঞ্জলির সিম বিএস‌এন‌এলের 144 টাকার প্ল‍্যানের সঙ্গে পেশ করা হয়েছে যার নাম বিএস‌এন‌এল পতঞ্জলি প্ল্যান রাখা হয়েছে। এই প্ল‍্যনের বৈধতা 30 দিন। এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়া হবে। আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলের সুবিধাও পাওয়া যাবে। এর সঙ্গে 100টি ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে।

যারা বেশী দিনের প্ল‍্যান চান তাদের জন্য 792 টাকা এবং 1584 টাকার প্ল্যান পেশ করা হয়েছে যার বৈধতা 180 দিন ও 365 দিন।

শোনা যাচ্ছে আপাতত পতঞ্জলি ও বিএস‌এন‌এলের এই নতুন সিম শুধুমাত্র পতঞ্জলি কর্মচারী ও অন‍্যান‍্য আধিকারিকদের জন্য। যা খুব তাড়াতাড়ি সাধারণ জনতার জন্য প্রযোজ‍্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here