লিক হল সস্তা POCO C3 এর রিটেইল বক্স, জানা গেছে দাম

টেক কোম্পানি পোকোর আগামী স্মার্টফোন POCO C3 নামে পেশ করা হতে পারে এবং এই ফোনের রিটেইল বক্স এখন অনলাইনে দেখা গেছে। এই রিটেইল বক্সের পাশাপাশি ফোনটির ফিচার ও দাম‌ও জানা গেছে। এই লিকে নজর দেওয়ার মতো একটি বিষয় হল এই ফোনটির এমন এক মডেল নাম্বারের কথা উল্লেখ করা হয়েছে যা আনেকটা Redmi 9C ফোনটির মডেল নাম্বারের মতো। মনে করা হচ্ছে পোকোর এই নতুন ফোনটি ভারতীয় মার্কেটে রেডমি 9সির রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হতে পারে। এছাড়া রেডমি 9সি ফোনটি কিছু দিন আগে Bluetooth SIG সাইটে M2006C3MI মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। ফোনটির রিটেইল বক্স, ফিচার ও দাম সম্পর্কে পড়ার আগে জেনে রাখুন এই লিক ফেক‌ও হতে পারে।

আরও পড়ুন: Samsung Galaxy F41 এ থাকবে 64MP ক‍্যামেরা ও 6000mAh ব‍্যাটারী, ভারতে লঞ্চ হবে 8 অক্টোবর

POCO C3 এর একটি হলুদ রঙের রিটেইল বক্স দেখা গেছে। অন‍্যদিকে ভারতে লঞ্চ করা POCO X3, POCO X2, POCO M2 Pro এবং POCO F1 এর রিটেইল বক্স ছিল কালো রঙের। তাই আমাদের ধারণা রিয়েলমির বক্সে ফটোশপ করে POCO C3 এর নামসহ এর মডেল নাম্বার, দাম ও অন‍্যান‍্য ডিটেইলস লেখা হয়েছে।

POCO C3 এর রিটেইল বক্সের তথ‍্য অনুযায়ী ফোনটির ম‍্যাক্সিমাম রিটেইল প্রাইস হবে 10,990 টাকা। বলা হয়েছে এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এছাড়া ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হবে। POCO C3 ফোনটির স্পেসিফিকেশন রেডমি 9সি ফোনটির মতো হলে এতে অবাক হ‌ওয়ার কিছুই নেই। দুটি ব্র‍্যান্ডের প‍্যারেন্ট কোম্পানি তো একটিই- শাওমি।

আরও পড়ুন: Samsung Galaxy A72 হতে চলেছে কোম্পানির প্রথম পাঁচটি রেয়ার ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন, দেখে নিন এর বিশেষত্ব

এখনও পর্যন্ত পোকো বা শাওমি কেউই POCO C3 এর অস্তিত্ব সম্পর্কে কিছু জানায়নি, তাই এখনই সঠিকভাবে বলা সম্ভব নয় যে POCO C3 আদৌ লঞ্চ হবে কি না। তবে এই প্রথম মডেল নাম্বারটি অনলাইনে পেশ হয়নি। এর আগেও ফোনটির একাধিক লিক প্রকাশিত হয়েছে।

লিক অনুযায়ী POCO C3 তে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট ও 4 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here