Samsung Galaxy A72 হতে চলেছে কোম্পানির প্রথম পাঁচটি রেয়ার ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন, দেখে নিন এর বিশেষত্ব

স‍্যামসাং এই বছরের শুরুতে তাদের প্রথম 64 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন Samsung Galaxy A71 টেক মঞ্চে পেশ করেছিল। এই ফোনটি তার লুক ও স্পেসিফিকেশনের দৌলতে ফোনটি ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। আজ খবর পাওয়া গেছে এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন Samsung Galaxy A72 নামে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা এটি কোম্পানির প্রথম পাঁচটি রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হতে চলেছে।

আরও পড়ুন: Jio কে চ‍্যালেঞ্জ করে প্রতিদিন 1GB ফ্রি ডেটা, জেনে নিন কিভাবে পাবেন

একটি লিকের মাধ্যমে Samsung Galaxy A72 এর কথা জানা গেছে। লিক থেকে জানা গেছে এটি কোম্পানির প্রথম পেন্টা ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হবে। স‍্যামসাং আজ পর্যন্ত তাদের কোনো ফোনে পাঁচটি ক‍্যামেরা দেয়নি, তাই Samsung Galaxy A72 ফোনটি কোম্পানির লঞ্চ করা প্রথম পাঁচটি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হতে চলেছে। এই লিকে সবকটি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে সঙ্গে ফোনটির ডিটেইলস‌ও শেয়ার করা হয়েছে।

লিক অনুযায়ী, Samsung Galaxy A72 এর ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 3 এক্সের জুম ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 5 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হবে। এক‌ইভাবে সেলফির জন্য Samsung Galaxy A72 তে ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর থাকবে।

আরও পড়ুন: 4820mAh ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 750G চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ হবে Redmi Note 10

Samsung Galaxy A71

Samsung Galaxy A72 এর লঞ্চ হতেই এখনও দেরি আছে, সেল তো অনেক দূরের কথা। অন‍্যদিকে এই সিরিজের  Samsung Galaxy A71ফোনটি ভারতে 30,999 টাকা দামে সেল করা হয়। কোম্পানি তাদের Samsung Galaxy A71 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে যা 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লেযুক্ত। এর সঙ্গে এই ফোনে প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 এস‌ওসি আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। ভারতে Samsung Galaxy A71 ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন একটি 5 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবার বাজিমাত করল Jio, ক্ষতিগ্রস্ত Airtel-Vi

কানেক্টিভিটি ফিচার হিসেবে Samsung Galaxy A71 এ 4জি ভোএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A71 এ 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here