লঞ্চ হল সস্তা স্মার্টফোন POCO C51, পাওয়া যাবে 7GB RAM এবং 5000mAh ব্যাটারি

Highlights

  • POCO C51 এ 6.52-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে।
  • এতে 10W ফাস্ট চার্জিং ফিচারসহ বড় ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ফোনটি ব্লু এবং ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।

POCO আজ ভারতের টেক মার্কেটে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তাদের ‘সি’ সিরিজে POCO C51 নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং 7GB RAM (4GB LPDDR4X RAM + 3GB virtual RAM) এর সঙ্গে Android 13 (Go Edition) অপারেটিং সিস্টেম রয়েছে। জানিয়ে রাখি ভারতে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। নিচে ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: সেরা 10টি ফাস্ট চার্জিং স্মার্টফোন, চোখের নিমেষে হয়ে যাবে ফুল চার্জ, দেখে নিন তালিকা

POCO C51 এর দাম এবং সেল

  • 4GB RAM + 64GB Storage = 8,499 টাকা

এই ফোনটি 10 হাজার টাকারও কম দামে পেশ করা হয়েছে। ভারতে ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজসহ সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটির প্রথম দিন সেল উপলক্ষে মাত্র 7,799 টাকার বিনিময়ে কেনা যাবে। তবে আসলে এই ফোনের দাম 8,499 টাকা।

POCO C51 এর স্পেসিফিকেশন

ডিজাইন এবং ডিসপ্লে

  • 6.52 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে
  • 120Hz টাচ স্যাম্পেলিং রেট
  • 720 x 1600 পিক্সেল রেজলিউশন

রয়্যাল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক কালারের POCO C51 ফোনটির ব্যাক প্যানেলে লেদার লুক রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে স্ক্র্যাচ পড়বে না এবং ধ্রলে হাত থেকে পিছলেও যাবে না। এছাড়া ফোনটির ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ রয়েছে। POCO C51 এ 20: 9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির (16.56 সেমি) এইচডি+ ডিসপ্লে রয়েছে। ফোনটির স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 269 পিপিআই পিক্সেল ডেনসিটি ও 120Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 6GB RAM সহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Motorola G Power স্মার্টফোন, জেনে নিন দাম

হার্ডওয়্যার এবং সফটওয়্যার

  • মিডিয়াটেক হেলিও জি36 চিপসেট
  • Android 13 Go অপারেটিং সিস্টেম
  • 3GB virtual RAM

এই ফোনটি অক্টাকোর (2.2 গিগাহার্টস কোয়াডকোর + 1.8 কোয়াডকোর) প্রসেসরসহ মিডিয়াটেক হেলিও জি36 চিপসেটে রান করে। এতে Android Go Edition যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনে Turbo RAM function রয়েছে যার সাহায্যে প্রয়োজন হলে এতে 7GB পর্যন্ত RAM উপভোগ করা যায়।

ক্যামেরা

  • 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার প্যানেলে একটি এবং ফ্রন্ট প্যানেলে একটি ক্যামেরা সেন্সর রয়েছে। পোকো সি51 ফোনটিতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 8-মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Samsung Galaxy A24 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

ব্যাটারি, চার্জিং এবং কানেক্টিভিটি

  • 5,000mAh ব্যাটারি
  • মাইক্রো ইউএসবি পোর্ট

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ডেটা ট্রান্সফার এবং চার্জিঙের জন্য এই ফোনে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। এই ফোনে পোর্টনন-রিমুভেবল ব্যাটারি আছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ওয়াইফাই, ব্লুটুথ v5.00, জিপিএস এবং মাইক্রো ইউএসবিদেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে এক্সেলেরোমিটার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here