ভারতে শুরু হল POCO F6 ফোনের পাইলট টেস্ট, পাওয়া যাবে 120W চার্জিং ও Snapdragon 8s Gen 3 চিপসেট

সম্প্রতি Poco ভারতে তাদের নতুন স্মার্টফোন হিসাবে X6 Neo লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের নতুন সিরিজে কাজ শুরু করে দিয়েছে। আমরা খবর পেয়েছি ভারতে POCO F6 ফোনের পাইলট টেস্টিং শুরু হয়ে গেছে এবং আগামী জুন মাসে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সবচেয়ে বড় কথা এই ফোনটি রেডমি কে70 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। পরে IMEI ডেটাবেস লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি Redmi Note 13 Turbo এর মতো হবে।

আমাদের সোর্সও জানিয়েছে ভারতে আসন্ন Poco F6 ফোনটি চীনে Xiaomi এর আপকামিং Redmi Note 13 Turbo ফোনটিরই রিব্র্যান্ডেড ভার্সন হবে। পোকোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এক বিশ্বস্ত সোর্স থেকে এই খবর পাওয়া গেছে। তিনি আমাদের এই ফোনের কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়েছেন।

Poco F6 ফোনের স্পেসিফিকেশন (লিক)

আমাদের পাওয়া খবর অনুযায়ী Poco F6 ফোনে কোম্পানি মেটাল বডি যোগ করতে পারে। এই ফোনে 6.67 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। সোর্স থেকেই এই সমস্ত তথ্য জানা গেছে। তিনি আরও জানিয়েছেন Snapdragon 8s Gen 3 চিপসেটের জন্যই এই ফোনের লঞ্চ বেশ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে, অন্যথায় এই ফোনটি এতদিনে লঞ্চ করে দেওয়া হত।

জানিয়ে রাখি সম্প্রতি কোয়ালকম তাদের Snapdragon 8s Gen 3 প্রসেসর লঞ্চ করেছে। আগামী দিনে এই চিপসেট সহ অনেক স্মার্টফোন লঞ্চ করা হবে, Poco F6 ফোনটি এগুলির মধ্যে একদম প্রথম দিকের একটি স্মার্টফোন।

Poco F6 ফোনের দাম

Poco F6 ফোনটি কোম্পানি কিছুটা প্রিমিয়াম ফোন হিসাবে পেশ করবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটির দাম 40 হাজার টাকার রেঞ্জে রাখা হতে পারে।

POCO F6 ফোনের সার্টিফিকেশন লিস্টিং ডিটেইলস

সম্প্রতি POCO F6 ফোনটি IMEI লিস্টিঙে দেখা গিয়েছিল। এখানে ফোনটি 24069PC21I এবং 24069PC21G মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে, যা এই ফোনের ভারতীয় এবং গ্লোবাল ভেরিয়েন্টের মডেল নাম্বার। জানিয়ে রাখি IMEI ডেটাবেসে 24069RA21C মডেল নাম্বারের সঙ্গে Redmi Note 13 Turbo ফোনটির নামও দেখা গেছে। এর ফলে POCO F6 ফোনটি Redmi Note 13 Turbo ফোনের রিব্র্যান্ডেড মডেল হবে এই ধারণা আরও জোরালো হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here