লঞ্চের আগেই জেনে নিন 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত ভিভো ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন

91মোবাইলস গত কয়েক দিন ধরে ভিভোর আগামী দিনে ভারতে লঞ্চ করা স্মার্টফোন ভি15 প্রো সম্পর্কে একাধিক এক্সক্লুসিভ খবর পেশ করেছে। ভিভো ভি15 প্রোর ফোটোর সঙ্গে এর স্পেসিফিকেশন‌ও আমাদের টীম‌ও শেয়ার করেছে। ভিভোর এই ফোন আগামী 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। আজ আবারও লঞ্চের আগেই ফোনটির সম্পর্কে একটি এক্সক্লুসিভ খবর পাওয়া গেছে যেখানে ভি15 প্রোর ডিসপ্লে সাইজ ও ব‍্যাটারীর কথা বলা হয়েছে।

আবার কমল স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ9 এর দাম, জেনে নিন এখন কত দামে কিনবেন ফোনটি

ভিভো ভি15 প্রো সম্পর্কে আমরা আগেও বলেছি এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেগমেন্ট হবে। প্রসঙ্গত এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে যা ফোন বডির ভেতরে থাকবে। সেলফির কম‍্যান্ড দিলে এই সেন্সর পপ আপ ক‍্যামেরা হিসেবে বেরিয়ে আসবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেল (12 × 4) এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের হবে।

ভিভো ভি15 প্রোতে ফুল ভিউ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের নিচের দিকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আজ এম‌এসপি তাদের রিপোর্টে বলেছে এই ডিভাইসে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। আগেই জানা গেছে ভিভো ভি15 প্রো ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে।

6 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত হবে মোটো জেড4 প্লে, লিক হল স্পেসিফিকেশন

ভিভো ভি15 প্রো সম্পর্কে নতুন রিপোর্টে এর ব‍্যাটারীর কথাও বলা হয়েছে। এম‌এসপির তথ্য অনুযায়ী এই ফোনে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে যা ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনিক সাপোর্ট করবে। ভিভো আগামী 20 ফেব্রুয়ারি ভারতে ভি15 প্রো লঞ্চ করতে চলেছে। এই ফোনটির দাম 30 হাজার টাকা থেকে 35 হাজার টাকার মধ্যে হতে পারে। জানা গেছে আগামী 15 ফেেব্রুয়ারি থেকে ভিভো ভি15 প্রোর প্রিবুকিং চালু হয়ে যাবে। তবে ফোনটির সেল কবে থেকে শুরু হবে তা জানতে 20 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here