13 আগস্ট ভারতের বাজারে POCO M7 Plus 5G ফোনটি লঞ্চের পর, এবার ফোনটির সেল শুরু হয়েছে। আজ দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটির সেল শুরু হয়েছে। লঞ্চ অফার হিসাবে ফোনটিতে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফার সহ 7000mAh বড় ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, Snapdragon 6s Gen 3 প্রসেসর AI ক্যামেরার মতো ফিচার সহ ফোনটি মাত্র 12,999 টাকা দামে সেল হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M7 Plus 5G ফোনের অফার, দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
ভারতে POCO M7 Plus 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনের 6GB+128GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা এবং 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফার হিসাবে ICICI, SBI এবং HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বা এক্সচেঞ্জ অফার হিসাবে অতিরিক্ত 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া যেসব ইউজাররা একবারে পেমেন্ট করে ফোনটি কিনতে চাইছেন না, সেইসব ইউজারদের জন্য নো-কষ্ট EMI অপশনও জারি করা হয়েছে। এই ডিসকাউন্ট সহ ফোনটি যথাক্রমে 12,999 টাকা এবং 13,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।
POCO M7 Plus 5G ফোনটিতে 2340×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 288Hz টাচ স্যাম্পেলিং রেট, DC ডিমিং, 700 নিটস টিপিকল ও 850 নিটস HBM ব্রাইটনেস সাপোর্ট করে। একইভাবে স্ক্রিনে টু-বডি রেশিও 85.90% রয়েছে। ফোনটিতে ট্রিপল TÜV সার্টিফিকেশন রয়েছে, এর ফলে স্ক্রিনের ব্লু লাইট থেকে চোখ সুরক্ষিত থাকবে। এছাড়াও কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান-ফ্রেন্ডলি ডিসপ্লে পাওয়া যাবে।
POCO M7 Plus 5G ফোনটির প্ল্যাস্টিক ব্যাক প্যানেলের থিকনেস 8.4mm এবং ওজন 217 গ্রাম। একইভাবে ফোনটির ডায়মেনশন 169.48mm x 80.45mm x 8.40mm। ফোনটিতে সাইড মাউন্টেড সেন্সর, IP54/IP64 রেটিং এবং মোনো স্পিকার রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth 5.1 এবং Wi-Fi 5 সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য POCO M7 Plus 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2.3GHz ক্লক স্পীডযুক্ত 2x Cortex-A78 কোর এবং 1.95GHz ক্লক স্পীডযুক্ত 6x Cortex-A55 কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 619 GPU যোগ করা হয়েছে, এটি 900MHz ক্লক স্পীডে কাজ করে। একইভাবে দারুণ গেমিং এবং পারফরমেন্সের জন্য এতে 9178mm² গ্রেফাইড কুলিং সিস্টেম রয়েছে। স্টোরেজের জন্য ফোনটিতে UFS 2.2 এবং LPDDR4X RAM যোগ করা হয়েছে। ফোনে ফিজিক্যাল RAM সহ টার্বো RAM ফিচার রয়েছে, এর ফলে মোট 16GB ভার্চুয়াল RAM ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার প্যানেলের ক্যামেরা সেটআপে F1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP AI ক্যামেরা রয়েছে, এটি 2x ইন-সেন্সর জুম, ডায়নামিক শট, অটো নাইট মোড, আল্ট্রা HD এবং পোর্ট্রেট মোডের মতো ফিচার সহ কাজ করে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য ফোনটিতে 1080p 30fps সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে নাইট মোড, স্ক্রিন রিং লাইট, পোর্ট্রেট মোড, টাইম-ল্যাপ্স সেলফি, ভিডিও বিউটিফাই এবং 1080p 30fps ভিডিও রেকর্ডিংয়ের মতো সুবিধা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য POCO M7 Plus 5G ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
বাজারে উপস্থিত POCO M7 Plus 5G ফোনটির সঙ্গে Xiaomi Redmi Note 14 SE, Redmi Note 14 5G এবং iQOO Z10x ফোনগুলির প্রতিযোগিতা হতে পারে। এই ফোনগুলির মধ্যে Redmi Note 14 সিরিজের ভালো ডিজাইন, পারফরমেন্স এবং ক্যামেরা রয়েছে। অন্যদিকে iQOO Z10x ফোনে দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
যারা 13,000 টাকার চেয়ে কম দামে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স সহ একটি ফোনের খোঁজ করছেন, তাদের জন্য POCO M7 Plus 5G ফোনটি একটি সুন্দর অপশন। তবে ফোনটির ক্যামেরা এক্সপিরিয়েন্স কিছুটা বেসিক ধরনের। এছাড়াও গেমিং ও হাই পারফরমেন্স হলে অন্য মিড রেঞ্জে ফোন কেনা ভালো।










