গত আগস্ট মাসে টেক ব্র্যান্ড POCO তাদের লো বাজেট POCO M7 Plus 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। স্মার্টফোনের 6GB RAM ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্ট 14,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এই স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজ ভারতে কোম্পানি তাদের এই স্মার্টফোনের সস্তা 4GB RAM অপশন লঞ্চ করেছে। POCO M7 Plus 5G স্মার্টফোনটির নতুন ভেরিয়েন্ট 7000mAh ব্যাটারি সহ 10,999 টাকা দামে পেশ করা হয়েছে।
শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে POCO M7 Plus 5G স্মার্টফোনটির 4GB RAM অপশন সহ লিমিটেড এডিশন লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি The Big Billion Days চলাকালীন সেল করা হবে। POCO M7 Plus 5G স্মার্টফোনটি Chrome Silver, Carbon Black এবং Aqua Blue কালার অপশনে পাওয়া যাবে। নতুন 4GB RAM ভেরিয়েন্টের সেল ডিটেইলস অফিসিয়ালি জানানো হলেই আমরা পোস্টের মাধ্যমে আপডেট করে দেব। জানিয়ে রাখি ফ্লিপকার্ট সেল চলাকালীন কোম্পানির POCO X7 Pro স্মার্টফোনটি 19,999 টাকা দামে কেনা যাবে। এই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
POCO M7 Plus 5G স্মার্টফোনটির বিশেষত্ব হল 7000mAh ব্যাটারি। জানিয়ে রাখি আমাদের টেস্ট চলাকালীন স্মার্টফোনের 8GB RAM ভেরিয়েন্ট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর 13 ঘন্টা, 58 মিনিট পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। অর্থাৎ এই স্মার্টফোনটির সাহায্যে স্মার্টওয়াচ এবং ইয়ারবাড চার্জ করা যাবে।
প্রসেসিঙের জন্য POCO M7 Plus 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.30GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গেমিং চলাকালীন স্মার্টফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য 9178mm² গ্রেফাইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage ফিচার রয়েছে, যা এই প্রাইস রেঞ্জে যথেষ্ট।
POCO M7 Plus 5G স্মার্টফোনটিতে 2340 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144Hz অ্যাডেক্টিভ রিফ্রেশ রেট এবং 850nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই রেঞ্জের খুব কম ফোনেই ফুল এইচডি+ ডিসপ্লে পাওয়া যায়। তাই POCO M7 Plus ফোনটির স্ক্রিন ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে 144Hz রিফ্রেশ রেটে গেমিং এক্সপিরিয়েন্স করা যাবে। তবে এই স্ক্রিনে সাইজ কিছুটা বড় হওয়ার জন্য এক হাতে ব্যাবহার করতে সমস্যা হতে পারে।
ফটোগ্রাফির জন্য POCO M7 Plus 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনটিতে IP64 রেটিং রয়েছে, ফলে হালকা জলের ছিটে থেকে সুরক্ষিত থাকবে। একইসঙ্গে এতে Infrared সেন্সর দেওয়া হয়েছে, যা টিভি রিমোট হিসাবে কাজ করতে সক্ষম।
যারা কম বাজেট রেঞ্জে বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য POCO M7 Plus 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন। এছাড়া এত কম দামেও স্মার্টফোনটিতে শক্তিশালী প্রসেসর উপভোগ করা যাবে। একই চিপসেট সহ বাজারে 7,000এমএএইচ ব্যাটারি সহ Redmi 15 5G স্মার্টফোনটিও রয়েছে।
15 হাজার টাকা রেঞ্জের iQOO Z10x 5G স্মার্টফোনটিতে বড় 6,500এমএএইচ ব্যাটারি পাওয়া যায়। আমাদের টেস্টে স্মার্টফোনটি পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর 14 ঘন্টা, 21 মিনিট পেয়েছে। এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর রয়েছে, এটি টেস্টে চলাকালীন 6,96,045 AnTuTu score পেয়েছে। এই স্মার্টফোনটিতে LPDDR5 RAM রয়েছে, এর ফলে বেস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যায়।












