40 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Honor V30 ও V30 Pro, জেনে নিন দাম

টেক কোম্পানি Honor এর পক্ষ থেকে চীনে Honor V30 এবং V30 Pro লঞ্চ করেছে। এই নতুন ফোনদুটি কোম্পানি তাদের Honor V20 সিরিজের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে লঞ্চ করেছিল, যা কোম্পানি গত বছর তাদের নিজস্ব Kirin 980 SoC এর সঙ্গে পেশ করেছিল। Honor এবার তাদের V30 সিরিজে প্রসেসরসহ আরও বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছে। 

আরও পড়ুন : ফোন কেনার সুবর্ণ সুযোগ : OnePlus 7 Pro এবং OnePlus 7T তে পাওয়া যাচ্ছে 10,000 টাকা পর্যন্ত ছাড়

V30 সিরিজে কোম্পানি Kirin 990 প্রসেসরের সঙ্গে 5G কানেক্টিভিটি যোগ করেছে। এই সিরিজের দুটি ফোনেই 5G এর সঙ্গে SA (Stand-Alone mode) এবং NSA (Non-Stand Alone mode) দেওয়া হয়েছে। Honor V30 তে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে ও 40 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং গ্রেডিয়েন্ট ডিজাইন ও EMUI 10 ওএস আছে। 

Honor V30 ও V30 Pro এর দাম ও সেল

কোম্পানির পক্ষ থেকে Honor V30 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,299 (প্রায় 33,500 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম RMB 3,699 (প্রায় 37,600 টাকা) রাখা হয়েছে। অন‍্যদিকে Honor V30 Pro এর 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট RMB 3,899 (প্রায় 39,600 টাকা) এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি ভেরিয়েন্ট RMB 4,199 (প্রায় 43,700 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোন‌ই কোম্পানি Icelandic Fantasy, Magic Night Star River, Charm Star Blue এবং Twilight Orange কালার ভেরিয়েন্টে পেশ করেছে। ইতিমধ্যে চীনে Honor V30 সিরিজের প্রিবুকিং শুরু হয়ে গেছে।

আরও পড়ুন : Samsung Galaxy A51 হবে কোম্পানির সবচেয়ে সস্তা কোয়াড ক‍্যামেরা স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

Honor V30 এবং V30 Pro এর স্পেসিফিকেশন

Honor V30 এবং V30 Pro তে কোম্পানি 6.57 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করেছে এবং এতে আইপিএস এলসিডি প‍্যানেল ব‍্যবহার করা হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 91.46 শতাংশ। এছাড়া Honor V30 তে Kirin 990 SoC এর সঙ্গে Balong5000 5G কানেক্টিভিটি এবং V30 Pro তে Kirin 990 5G SoC লিকুইড কুলিং টেকনোলজি আছে। Honor V30 ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত দুটি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। অন‍্যদিকে Honor 30 Pro এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোন‌ই অ্যান্ড্রয়েড 10 EMUI কাস্টম স্কিনযুক্ত। 

Honor V30 এবং V30 Pro তে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। এছাড়া ফোটোগ্ৰাফির জন্য Honor V30 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 40 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX600 সেন্সর, 6 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। Honor V30 Pro তেও ট্রিপল রেয়ার ক‍্যামেরা আছে এবং এই ফোনে ডুয়েল OIS (অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন) এর সঙ্গে 40 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ 4K HDR ভিডিও রেকর্ডিং, 5 axis ইমেজ স্টেবিলাইজেশন ও আল্ট্রা লো ভিশন ফিচারযুক্ত। 

আরও পড়ুন : খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত Xiaomi Mi Note 10, পিছিয়ে যাবে অন‍্যান‍্য কোম্পানি

আরও পড়ুন : Honor V30 সিরিজে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে 32 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সযুক্ত। এছাড়া Honor V30 ও V30 Pro তে 4,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 40 ওয়াট ফাস্ট চার্জিং, 27 ওয়াট ওয়ারলেস ফাস্ট চার্জিং এবং 7.5 ওয়াট ওয়ারলেস রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here