সিমের পর বাবা।রামদেব লঞ্চ করলেন কিংভো অ্যাপ, এখন স্বদেশী অ্যাপ দেবে হোয়াটস‌অ্যাপকে টক্কর

এফ‌এমসিজি সেগমেন্টে যোগ গুরু বাবা রামদেব তার নতুন স্বদেশীর নাম আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিয়েছেন। এখন মনে হয় তিনি টেক কোম্পানিগুলিকেও টক্কর দিতে চলেছে। দুদিন আগে আমরা খবর দিয়েছিলাম যে বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি বিএস‌এন‌এলের সঙ্গে হাত মিলিয়ে “পতঞ্জলি বিএস‌এন‌এল স্বদেশী সমৃদ্ধি সিম” পেশ করছে। এখন হোয়াটস‌অ্যাপ ম‍্যাসেঞ্জারের সঙ্গে টক্কর দেওয়ার জন্য “কিংভো” নামের ম‍্যাসেজিং অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপটির সঙ্গে “আব ভারত বোলেগা” নামের ট‍্যাগলাইন দিয়েছেন।

পতঞ্জলি সিম এখন শুধু কোম্পানির কর্মচারীদের জন্য প্রযোজ্য। কিন্তু অ্যাপটি যে কোন ব‍্যক্তি ব‍্যবহার করতে পারবেন। কিংভো অ্যাপটি ইতিমধ্যে গুগল প্লে স্টোরে লিস্টেড করা হয়ে গেছে, সেখান থেকে ফ্রিতে অ্যাপটি ইনস্টল করা যাবে।

জানলে অবাক হবেন গুগল প্লে স্টোরে লিস্টেড হ‌ওয়ার 24 ঘন্টার মধ্যে অ্যাপটি 50 হাজারের বেশি ডাউনলোড হয়ে গেছে। এই অ্যাপের লোগোও অনেকটা হোয়াটস‌অ্যাপের‌ই মত। এতে হোয়াটস‌অ্যাপের মত ফিচার না থাকলেও এর সাহায্যে ইন্সট‍্যান্ট ম‍্যাসেজ করা যাবে। এবং ম‍্যাসেজ ছাড়াও এর সাহায্যে ভিডিও, ফোটো, গুগল লোকেশন, কনংট‍্যাক্ট শেয়ার করা যায়।

শোনা যাচ্ছে পেশ করা বিএস‌এন‌এল পতঞ্জলি সিমের গ্রাহকদের 5 লক্ষ টাকার জীবন বীমা ও 2.5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভার করা হবে। পতঞ্জলি সিম ব‍্যবহারকারীর জন্য যে কোন পতঞ্জলি প্রোডাক্ট কেনার সময় অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।

পতঞ্জলির নতুন সিম বিএস‌এন‌এলের 144 টাকার প‍্যাকের সঙ্গে পাওয়া যাবে। প্ল‍্যানটির নাম বিএস‌এন‌এল পতঞ্জলি প্ল‍্যান রাখা হয়েছে। এই প্ল‍্যনের বৈধতা 30 দিন। এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়া হবে। আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলের সুবিধাও পাওয়া যাবে। এর সঙ্গে 100টি ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে।

যারা বেশী দিনের প্ল‍্যান চান তাদের জন্য 792 টাকা এবং 1584 টাকার প্ল্যান পেশ করা হয়েছে যার বৈধতা 180 দিন ও 365 দিন।

শোনা যাচ্ছে আপাতত পতঞ্জলি ও বিএস‌এন‌এলের এই নতুন সিম শুধুমাত্র পতঞ্জলি কর্মচারী ও অন‍্যান‍্য আধিকারিকদের জন্য। যা খুব তাড়াতাড়ি সাধারণ জনতার জন্য প্রযোজ‍্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here