গ্লোবালি লঞ্চ হল Infinix Note 30 এবং Note 30 5G স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • উভয় স্মার্টফোন প্রথমে আন্তর্জাতিক মার্কেটে বিক্রি করা হবে।
  • এতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
  • এই ফোনগুলি 45 ওয়াট চার্জিং সাপোর্ট করে।

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স টেক মার্কেটে তাদের লেটেস্ট ‘নোট 30’ সিরিজ পেশ করে দিয়েছে। এই সিরিজে Infinix Note 30, Note 30 5G ও Note 30 Pro ফোনগুলি লঞ্চ করা হয়েছে এবং এগুলি সবার আগে আন্তর্জাতিক মার্কেটে সেল করা হবে। এই পোস্টে Infinix Note 30 এবং Note 30 5G সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: ইনস্টাগ্রাম প্রোফাইল আকর্ষণীয় করে তুলতে চান? দেখে কিছু সেরা ইনস্টাগ্রাম বায়োর লিস্ট

ফিচার এবং স্পেসিফিকেশন

Infinix Note 30 4G

  • এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি99 চিপসেটে রান করে এবং এতে Android 13 অপারেটিং সিস্টেম রয়েছে। এছাড়া এতে 8GB RAM যোগ করা হয়েছে।
  • এই ফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.78 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
  • ইনফিনিক্স নোট 30 4জি ফোনটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

  • ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64MP OmniVision OV64B ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং একটি এআই লেন্স যোগ করা হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 30 তে রিভার্স চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।
  • এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসির মতো ফিচারের সঙ্গে JBL ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে।

Infinix Note 30 5G

  • এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেটে রান করে এবং এই ফোনটির 4GB RAM ও 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হয়েছে।
  • এই ফোনেও এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.78 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই ফোনের ডিসপ্লেও 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
  • ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP Samsung ISOCELL HM6 সেন্সর রয়েছে। এর সঙ্গে এতে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং এআই লেন্স দেওয়া হয়েছে।

  • সেলফি এবং ভিডিও কলের জন্য ইনফিনিক্স নোট 30 5জিতেও 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • ব্যাটারির দিক থেকেও এই ফোনটি 4জি মডেলের মতোই। এতেও 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • Infinix Note 30 5G তে এনএফসি, 3.5 এমএম অডিও জ্যাক এবং এফএম রেডিওর পাশাপাশি JBL ডুয়েল স্পিকার আছে।

মেমরি ভেরিয়েন্ট এবং দাম

  • Infinix Note 30 4G ফোনটি 8GB RAM এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে 128জিবি ও 256জিবি স্টোরেজ রয়েছে। ফোনটি Magic Black, Interstellar Blue এবং Sunset Gold কালারে পেশ করা হয়েছে। ফোনটির দাম $230 অর্থাৎ প্রায় 19,000 টাকা রাখা হয়েছে।

  • Infinix Note 30 5G ফোনটি 4GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টে 128জিবি এবং 256জিবি স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Blue, Black এবং Sunset Gold কালারে সেল করা হবে। এখনও পর্যন্ত এই ফোনটির দাম সম্পর্কিত তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here