Realme 11 5G এর দামে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, জেনে নিন বিস্তারিত

উৎসবের মরশুমে টেক ব্র্যান্ড রিয়েলমি তাদের একটি শক্তিশালী ফোনে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। কোম্পানির জনপ্রিয় স্মার্টফোন Realme 11 5G এর দামে দারুণ ডিল এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাসাপ্সি শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্ট থেকেও এই ফোনটি দুর্দান্ত অফারে কেনা যাবে। এই পোস্টে সমস্ত অফার এবং ডিসকাউন্ট সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: কমে গেল Oppo A78 এর দাম, জেনে নিন এই ফোনের নতুন দাম

Realme 11 5G এর দাম

স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস সেল প্রাইস
8GB RAM + 128GB Storage ₹18,999 ₹16,999
8GB RAM + 256GB Storage ₹19,999 ₹18,499

 

ভারতে Realme 11 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই ফোনটি 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB মডেল 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমান সেলে এই ফোনটির উভয় মডেল যথাক্রমে 16,999 টাকা এবং 18,499 টাকা দামে সেল করা হচ্ছে।

কোম্পানির ওয়েবসাইটে অফার

  • ফোনটির 8GB+128GB মডেল কিনলে কোম্পানি 2,000 টাকার কুপন দিচ্ছে।
  • এই ফোনের 8GB+256GB ভেরিয়েন্ট কিনলে 1,500 টাকার কুপন পাওয়া যাবে।
  • MobiKwik এর মাধ্যমে পেমেন্ট করলে 20% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • Realme 11 5G এর সঙ্গে realme Air 5 কিনলে 1,400 টাকা ছাড়ও পাওয়া যাচ্ছে।
  • এই ফোনটি 6 মাসের নো কস্ট ইএমআই এর সঙ্গেও কেনা যাবে।
  • realme VIP গ্রাহকরা 2X Coins এবং realme Care+ এ 50% ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • অফারে Realme 11 5G ফোনটি কিনলে লাকি ইউজার 50 লক্ষ টাকার বেনিফিট পাবেন।

ওয়েবসাইটের মাধ্যমে এই ফোন কেনার জন্য এখানে ক্লিক করুন

আমাজনে অফার

  • 10% ডিসকাউন্ট (সর্বোচ্চ 750 টাকা) SBI Credit Card
  • 10% ডিসকাউন্ট (সর্বোচ্চ 1,000 টাকা) SBI Credit Card EMI
  • 10% ডিসকাউন্ট (সর্বোচ্চ 750 টাকা) SBI Debit Card
  • 10% ডিসকাউন্ট (সর্বোচ্চ 750 টাকা) SBI Debit Card EMI
  • Realme 11 5G ফোনটি কিনলে 200 টাকা ক্যাশব্যাক Amazon Pay তে ক্রেডিট হবে।

আমাজন থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

ফ্লিপকার্টের অফার

  • ফোনের দামে 2000 টাকা ছাড় পাওয়া যাবে।
  • Flipkart Axis Bank Card ব্যাবহার করলে 5% ক্যাশব্যাক করেছে।
  • Flipkart Pay Later এর মাধ্যমে পেমেন্ট করলে 20,000 টাকার Times Prime বেনিফিট পাওয়া যাবে ফ্রিতে।
  • ফ্লিপকার্টের পক্ষ থেকে একটি সারপ্রাইজ ক্যাশব্যাক কুপন দেওয়া হচ্ছে।

ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

নোট: উপরোক্ত অফারগুলি ক্তদিন পাওয়া যাবে সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। শপিং সাইটের স্কিম এবং ব্যাঙ্ক কার্ডের ডিলের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে।

Realme 11 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme 11 5G ফোনটিতে 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2400×1080 পিক্সেল রেজলিউশন, 680 নিটস ব্রাইটনেস, 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট রয়েছে। এই ফোনে পাঞ্চ হোল কাটআউট ডিজাইনের ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর চিপসেটের ক্লক স্পীড 2.2 গিগাহার্টস। এর সঙ্গে হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে এআরএম জি57 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Realme 11 5G ফোনটি 8GB RAM এর সঙ্গে 8GB Dyanamic RAM Expansion সাপোর্ট করে। অর্থাৎ ইউজাররা এই ফোনে মোট 16GB RAM উপভোগ করতে পারবেন। রি ফোনে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরা 3x জুমের ক্ষমতাসম্পন্ন। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 67 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 4.0 তে কাজ করে। এছাড়া আগামী দিনে এই ফোনটি আপডেটও পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here