আইফোনের মতো ফিচার সহ ভারতে লঞ্চ হল সস্তা Realme 12 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

রিয়েলমি তাদের 5জি স্মার্টফোন সেগমেন্টে নতুন Realme 12 5G লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি ভারতের বাজারে আইফোনের মতো ফিচার সহ পেশ করা হয়েছে। অ্যাপেল ডিভাইসের অ্যাকশন বাটনের মতো ডায়নামিক বাটন যোগ করা হয়েছে যা বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা যাবে। এর সঙ্গে এই ফোনে 3x জুম সাপোর্টেড 108 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা, মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্রসেসর ও 8GB র‌্যামের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Realme 12 5G এর দাম

  • ভারতে নতুন Realme 12 5G স্মার্টফোনটি দুইটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটির 6GB র‌্যাম + 128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে এবং 8GB র‌্যাম + 128GB মেমরি ভেরিয়েন্ট 17,999 টাকা দামে সেল করা হবে।
  • লঞ্চ অফার হিসাবে ব্র্যান্ড আইসিআইসিআই, এইচডিএফসি এবং এসবিআই ব্যাংক কার্ড লেনদেনে 2,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে।
  • আজ দুপুর 3:00টে থেকে 10 মার্চ পর্যন্ত রিয়েলমি ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল আউটলেটে ডিভাইসের প্রথম সেল হবে।
  • কোম্পানির নতুন অফার হিসাবে রিটেল স্টোর থেকে Realme 12 5G ফোনটি কিনলে 2,998 টাকা দামের Realme Buds Wireless 3 বিনামূল্যে পাওয়া যাবে।

Realme 12 5G এর ডিজাইন

Realme 12 5G ফোনে অন-ট্রেন্ড এবং ফ্যাশনেবল ঘড়ির মতো ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে। দাম কম হলেও এই ফোনে সুন্দর লুক পাওয়া যাবে। ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা এবং LED ফ্ল্যাশ সহ বড় গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটির ফ্রন্টে ফ্ল্যাট প্যানেল যোগ করা হয়েছে। এই ফোনটি টুয়াইলাইট পার্পল এবং উডল্যান্ড গ্রীন কালারে সেল করা হবে।

Realme 12 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme 12 5G ডিভাইসে 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট, 950 নিটস পর্যন্ত পীক ব্রাইটনেস, 91.40% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

প্রসেসর: কোম্পানি তাদের Realme 12 5G ডিভাইসে পারফরম্যান্সের জন্য 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ 5G চিপসেট ব্যবহার করেছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Arm মালি জি57 MC2 GPU দেওয়া হয়েছে।

মেমরি: বাজারে Realme 12 5G ফোনটি 6GB র‌্যাম + 128GB মেমরি এবং 8GB র‌্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা: Realme 12 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 108 মেগাপিক্সেল স্যামসাং HM 6 প্রাইমারি লেন্স এবং 2 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা লেন্স রয়েছে। এছাড়াও রিয়ল তৈরি এবং সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: অএই মোবাইলটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। ব্র্যান্ড এই ফোনে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের সফটওয়্যার আপডেট দেবে বলে জানিয়েছে।

কানেক্টিভিটি: Realme 12 5G ফোনে কানেকটিভিটি অপশন হিসাবে ডুয়াল সিম 5G, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2 এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here