ভারতের বাজারে realme তাদের realme 14 Pro সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে realme 14 Pro এবং realme 14 Pro Plus নামের দুটি ফোন পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এবার নতুন লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। realme 14 Pro 5G ফোনে 56GB পর্যন্ত স্টোরেজ, 8GB RAM, 6.77 ইঞ্চির কার্ভ ডিসপ্লে, 6000mAh ব্যাটারি ও 16MP সেলফি ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 14 Pro 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
realme 14 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
Realme 14 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.77 ইঞ্চির FHD+ কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন ও 100% DCI-P3 কালার গামুট সাপোর্ট করে। এর সঙ্গে এই ডিসপ্লেতে 4500nits পীক ব্রাইটনেস, 3840Hz PWM ও DC ডিমিং এবং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর
realme 14 Pro 5G ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 7300 Energy চিপসেট রয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Mali G615 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ
Realme 14 Pro ফোনটি 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটি 14GB Virtual RAM সাপোর্ট করে। এর ফলে এই ফোনে 22GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme 14 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে AI আলট্রা ক্লিয়ারিটি মোড, সুন্দর HDR প্রসেইঙ্গের জন্য AI হাইপার RAW অ্যালগরিদম, AI স্ন্যাপ মোড প্রভৃতি AI-ইমেজিং ফিচার রয়েছে।
ব্যাটারি
Realme 14 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
কানেক্টিভিটি
কানেক্টিভিটি ফিচার হিসাবে Realme 14 Pro ফোনে 5G ও 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট, ব্লুটুথ 5.2, Wi-Fi 6 এবং ডুয়েল সিম সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে GPS এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।
অপারেটিং সিস্টেম
Realme 14 Pro ফোনটি Android 15 এবং Realme UI 6.0 সহ পেশ করা হয়েছে। এই কাস্টম স্কিনের দৌলতে কাস্টোমাইজেশন এবং দারুণ পারফ্রমেন্স পাওয়া যাবে।
অন্যান্য ফিচার
realme 14 Pro 5G ফোনে 6000mm² 3D VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে, যার ফলে দীর্ঘ সময় পর্যন্ত হেভি প্রসেসিঙের পরেও ফোনটি গরম হবে না। ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে মিলিটারি গ্রেড শকপ্রুফ এবং ড্রপ ফ্রি রেজিস্টেন্স ফিচার রয়েছে। এতে Hi-Res অডিও সাপোর্ট এবং ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
realme 14 Pro 5G ফোনের দাম
ভারতের বাজারে realme 14 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM +128GB স্টোরেজ দেওয়া হয়েছে ও এই মডেলের দাম রাখা হয়েছে 22,999 টাকা । একইভাবে 8GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 24,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনের দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। আগামী 23 জানুয়ারি দুপুর 12:00টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে এই ফোনের সেল শুরু হবে। এই ফোনটি Pearl White, Jaipur Pink এবং Suede Grey কালার অপশনে পেশ করা হয়েছে।