রিয়েলমি তাদের realme 14 Pro সিরিজ ভারতীয় বাজারে লঞ্চের জন্য প্রস্তুত। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট জানানো হয়নি, কিন্তু এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে এই সিরিজের অধীনে realme 14 Pro এবং realme 14 Pro+ স্মার্টফোন ভারতে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং সিরিজের ক্যামেরা ডিটেইলস শেয়ার করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সেগমেন্টের সবচেয়ে অসাধারণ ক্যামেরা সহ realme 14 Pro সিরিজ পেশ করা হবে।
আরও পড়ুন: ব্র্যান্ড টিজ করল Realme 14 Pro 5G সিরিজের নতুন কালার, ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন
realme 14 Pro Series এর ক্যামেরা
বিশ্বের প্রথম realme 14 Pro সিরিজে Triple Flash Camera system দেওয়া হবে। এই সেটআপে AI Ultra Clarity 2.0 এবং কাটিং-এজ ইমেজিং টেকনোলজি থাকবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ ইন্ডাস্ট্রির প্রথম ট্রিপল রিফ্লেকশন periscope telephoto লেন্স যোগ করা হবে।
এই সেটআপে OIS ফিচারযুক্ত 1/2″ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর থাকবে। একইসঙ্গে ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX896 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স যোগ করা হবে।
একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য সিরিজে 32MP autofocus front ক্যামেরা দেওয়া হবে। জানিয়ে রাখি realme 14 Pro সিরিজের মাধ্যমে 3X optical জুম, 6X lossless জুম এবং 120X super zoom শর্ট ক্যাপচার করা যাবে। realme 14 Pro এবং realme 14 Pro+ ফোনগুলি কম আলোতেও পরিষ্কার ফটো তুলতে সক্ষম হবে।
realme 14 Pro Series এর ক্যামেরা ফিচার
- realme 14 Pro এবং realme 14 Pro+ ফোনগুলিতে অ্যাডভান্স AI Ultra Clarity 2.0 থাকবে।
- ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার আল্ট্রা-ক্লিয়ার ইমেজ প্রসেসিং করতে সক্ষম হবে। ফলে ফটোতে নিখুঁত ডিটেইলস পাওয়া যাবে।
- AI large-scale models ফিচারের মাধ্যমে টেলিফটো লেন্সে তোলা ছবিতে কম ব্লার হবে।
- AI HyperRAW Algorithm ফিচার লাইট এবং শ্যাডো সামঞ্জস্য রেখে অ্যাডভান্স লেবেলের HDR প্রসেসিং করবে।
- AI Snap Mode ফিচারের মাধ্যমে ফাস্ট মুভিং অবজেক্টকে খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে। এই ফিচার realme GT7 Pro ফোনেও দেওয়া হয়েছিল।
- কোম্পানির পক্ষ থেকে ফোনে উপস্থিত ফ্ল্যাশ লাইটটিকে MagicGlow Triple Flash নাম দেওয়া হয়েছে।
realme 14 Pro Series এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে realme 14 Pro+ ফোনটিতে 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি quad-curved স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করবে। ফোনের বেজালের থিকনেস মাত্র 1.6mm হবে।
আরও পড়ুন: নতুন বছরের উপহার নিয়ে হাজির realme! কমে গেল realme 13+ 5G স্মার্টফোনের দাম
realme 14 Pro ফোনটি Snapdragon 7s Gen 3 প্রসেসর এবং realme 14 Pro+ ফোনটি Dimensity 7300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনদুটি Realme UI 6.0 সহ কাজ করতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী রিয়েলমি 5জি ফোনে IP66+IP68+IP69 সার্টিফিকেশন দেওয়া হতে পারে।