ভারতে আসতে চলেছে Realme 14x 5G স্মার্টফোন, IP69 রেটিং সহ হতে পারে লঞ্চ, জেনে নিন ডিটেইলস

Realme ভারতে তাদের নতুন Realme 14x 5G স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে। ভারতে আগামী 18 ডিসেম্বর, 2024 Realme 14 Pro 5G সিরিজ লঞ্চ করা হবে। দেশে Realme India e-store এবং Flipkart এর মাধ্যমে Realme 14x 5G ফোনটি সেল করা হবে। জানিয়ে রাখি Realme 14x 5G ফোনটি এই সেগমেন্টের প্রথম IP69 রেটিং সহ স্মার্টফোন হতে চলেছে। এর ফলে ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে। এই ফোনটি ডায়মন্ড ইন্সপায়ার্ড ডিজাইন এবং টেক্সচার ব্যাক প্যানেল সহ পেশ করা হবে। ফোনটির ব্যাক প্যানেলে তিনটি আলাদা আলাদা রিং ও এলইডি ফ্ল্যাশ সহ আয়তাকার ক্যামেরা মডিউল থাকবে।

Realme 14x 5G ফোনের সম্ভাব্য ফিচার

Realme 14x 5G ফোনে AI ফিচার সহ 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এই ফোনটি ইয়েলো, রেড এবং ব্ল্যাক কালার অপশনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিটি কালারের মার্কেটিং নেম আলাদা হবে। স্লিম ও ডিউরেবল ডিজাইনের এই ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন যোগ করা হবে।

এই ফোনে 6.67-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হবে অর্থাৎ ফোনটিতে ভালো ব্যাটারি ব্যাকআপ উপভোগ করা যাবে। ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং পাওয়া যাবে।

বাজারে এই ফোনটি 6GB+128GB, 8GB+128GB এবং 8GB+256GB ভেরিয়েন্টে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে ঘোষণা করা হতে পারে। ভারতে Realme 14x 5G ফোনটি ডিজাইন ও ফিচারের দৌলতে ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here