লঞ্চের আগেই কনফার্ম হল Realme 15 5G ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

24 জুলাই রিয়েলমি ভারতের বাজারে তাদের আপকামিং সিরিজের অধীনে Realme 15 এবং Realme 15 Pro ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Realme 15 Pro+ মডেলের পরিবর্তে Realme 15 Pro 5G ফোন লঞ্চ করা হবে। এবার লঞ্চের কিছু আগেই ওয়েবসাইটে ভ্যানিলা Realme 15 মডেলের স্পেসিফিকেশন ডিটেইলস লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 15 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Realme 15 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Realme 15 ফোনটিতে অসাধারণ 4D কার্ভড + ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই ফোনে 6,500 নিটস পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ রেট, 94% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 2,500Hz টাচ রেসপন্স সাপোর্ট করবে। এই ডিসপ্লেতে Corning Gorilla Glass প্রোটেকশন দেওয়া হবে বলে কনফার্ম জানা গেছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP69 রেটিং যোগ করা হবে।

প্রসেসর

ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Realme 15 5G ফোনটিতে নতুন MediaTek Dimensity 7300+ প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর 2.5GHz পিক ক্লক স্পীডে কাজ করবে। একইসঙ্গে এর AnTuTu স্কোর 7.4 লক্ষ হবে বলে জানা গেছে। গেমিঙের জন্য 120FPS সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেট 20% বেশি FPS এবং 20% ভালো পাওয়ার এফিসিয়েন্সি দিতে সক্ষম।

ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে Realme 15 ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এটি আগের Realme 14 মডেলের 6,000mAh ব্যাটারির তুলনায় আপগ্রেডেড। এই ব্যাটারি চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে সিলিকন-কার্বন ব্যাটারি ফিচার দেওয়া হবে। এত বড় হওয়া সত্ত্বেও এটি অত্যন্ত পাতলা ও হালকা হবে। কনফার্ম জানা গেছে ফোনটির থিকনেস মাত্র 7.66mm হবে।

ক্যামেরা এবং AI ফিচার

Realme 15 ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। ক্যামেরা সফটওয়্যারে বেশ কিছু AI ফিচার রয়েছে, এতে AI Party Mode, AI Glow 2.0, এবং AI Edit Genie মোড ব্যাবহার করা যাবে। এটি ভয়েস বেস্ড এডিটিং টুল এবং এতে 20+ ভাষার সাপোর্ট করবে।

Realme 15 এর সম্ভাব্য কালার অপশন এবং দাম

Realme 15 ফোনটি Silk Pink, Velvet Green ও Flowing Silver এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। আগামী 24 জুলাই সন্ধ্যা 7 টা সময়ে ভারতে ফোনটি পেশ করা হবে। এখনও পর্যন্ত এই ফোনের দাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী ফোনটি 20,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here