রিয়েলমি তাদের ’15’ নাম্বার সিরিজে প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলছে। এই সিরিজের অধীনে realme 15 5G, 15T এবং 15 Pro ফোনগুলি লঞ্চের পর, এবার কোম্পানি তাদের realme 15 Lite 5G ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই ফোনের বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছিল, এবার ফোনের রিয়েল ইমেজ পাওয়া গেছে। রিটেইল সোর্সের মাধ্যমে আপকামিং ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 15 Lite 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
realme 15 Lite 5G ফোনের ছবি:
সবচেয়ে বড় বিশেষত্ব হল এই সিরিজের অন্যান্য ফোনের তুলনায় কোম্পানির আপকামিং ফোনের ডিজাইন সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। realme 15 5G, 15T এবং 15 Pro ফোনগুলিতে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছিল, এবার নতুন realme 15 Lite ফোনটিতে সার্কুলার শেপের রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আপকামিং ফোনটি অনেকটা সম্প্রতি লঞ্চ হওয়া OPPO F31 Pro+ 5G দেখাচ্ছে, এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। নতুন রিয়েলমি ফোনটি Satin Green, Glitz Gold এবং Electric Purple কালার অপশনে সেল করা হবে।
realme 15 Lite 5G ফোনের দাম
- 8GB RAM + 128GB storage – 17,999 টাকা
- 8GB RAM + 256GB storage – 19,999 টাকা
সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী অফলাইন স্টোরে realme 15 Lite 5G ফোনের স্টক ধোকা শুরু হয়ে গেছে। অর্থাৎ ইউজাররা আপকামিং ফগন্তি প্রি -বুকিং করতে পারবেন। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 17,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে সেল করা হবে। এই রিয়েলমি 5G ফোনটি Zero Down Payment এবং মাত্র 1200 টাকার EMI এর মাধ্যমেও কেনা যাবে।
realme 15 Lite 5G ফোনের 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Energy প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি এই সপ্তাহে OPPO F31 Pro ফোনটি একই চিপসেট সহ 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ আসন্ন রিয়েলমি 5G ফোনটি ওপ্পো ফোনের তুলনায় কম দামে পেশ করা হবে।
realme 15 Lite 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির FullHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED Esports প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। 2 সেপ্টেম্বর লঞ্চ হওয়া realme 15T 5G ফোনে 4000nits পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তাই ব্রাইটনেসের দিক দিয়ে realme 15 Lite 5G ফোনটি 15T ফোনের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে।
ফটোগ্রাফির জন্য realme 15 Lite 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT600 OIS প্রাইমারি সেন্সর এবং 2MP Mono লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য নতুন realme 15 Lite 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডের মধ্যে এই ক্যাপাসিটির ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে। এই প্রথম এই সিরিজের ফোনে এত ছোট ব্যাটারি রয়েছে। কারণ আগের realme 15 5G, 15T এবং 15 Pro ফোনগুলিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে নতুন realme 15 Lite 5G ফোনে আগের মডেলের মতো একই 80W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য নতুন realme 15 Lite 5G ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী ফোনটিতে যথেষ্ট ভালো প্রসেসর দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লেতেও দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। তবে ব্যাটারি ক্ষেত্রে ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে। তবেকম্পানির পক্ষ থেকে এই মাসে 20,999 টাকা দামে realme 15T 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। তাই realme 15T ফোনটি 15 Lite 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।










