বাজার কাঁপাবে Huawei, লঞ্চ করল 8 জিবি র‍্যাম ও 8টি ক‍্যামেরাওয়ালা P40 Pro+ এবং P40 Pro 

হুয়াই আন্তর্জাতিক মার্কেটে তাদের ফ্ল‍্যাগশিপ ফোনের সংখ্যা বাড়িয়ে কোম্পানির নতুন ‘P40’ সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Huawei P40, P40 Pro+ এবং P40 Pro ফোন তিনটি লঞ্চ করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি কোম্পানি আগে ঘোষণা করেছিল প‍্যারিসে একটি লঞ্চ ইভেন্টের মধ্য দিয়ে এই সিরিজ লঞ্চ করা হবে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই চরম সংকটজনক পরিস্থিতিতে কোম্পানি কোনো অতিরিক্ত ঝুঁকি না নিয়ে অনলাইনে ফোন তিনটি পেশ করে দিয়েছে। ফোন লঞ্চের সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের পি40 সিরিজের ফোন তিনটির দাম‌ও ঘোষণা করে দিয়েছে। আগামী মাসে ইউরোপীয় মার্কেটে এই ফোনগুলির সেল শুরু হয়ে যাবে, তবে ভারতীয় হুয়াই ফ‍্যানদের এই ফোনগুলি হাতে পেতে এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: লকডাউনের সময় বন্ধুদের সঙ্গে খেলার জন্য বেস্ট অনলাইন গেম

ডিসপ্লে 

কোম্পানির পক্ষ থেকে Huawei P40 Pro এবং P40 Pro+ ফোনদুটি 1200 × 2640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনদুটির স্ক্রিন যেমন সাইজে বড় তেমনই দুই দিক থেকে ব‍্যাক প‍্যানেলের দিকে মোড়ানো। কোম্পানি তাদের এই ডিসপ্লের নাম দিয়েছে অক্টা ফ্লেক্স ডিসপ্লে। এই দুটি ফোনের ডিসপ্লেই 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম এবং DCI-P3 HDR সাপোর্ট করে। এই ফোনদুটি আইপি68 রেটেড হ‌ওয়ায় ধুলো এবং জল থেকে হ‌ওয়া ক্ষতির সম্ভাবনা থেকে নিশ্চিন্ত হ‌ওয়া যায়।

প্রসেসর

Huawei P40 Pro এবং P40 Pro+ ফোনদুটিসহ এই সিরিজটি কোম্পানি ‘HMS’ অর্থাৎ হুয়াই মোবাইল সার্ভিসের সঙ্গে লঞ্চ করেছে। অর্থাৎ এই ফোনগুলিতে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নেই। এইচ‌এম‌এসের সঙ্গে এই ফোনগুলি ইএম‌ইউআই 10.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনগুলিতে কোম্পানির কিরীন 990 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেট পাওয়ারফুল প্রসেসিং দেওয়ার সঙ্গে সঙ্গে ক‍্যামেরা ও ফোনের অন‍্যান‍্য কাজে এআই ফিচার যোগ করে।

আরও পড়ুন: Realme এর ঘোষণা: স্মার্ট ব‍্যান্ডের পর এবার কোম্পানি আনতে চলেছে SmartWatch, দেখে নিন ডিজাইন

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফি সেগমেন্টে Huawei P40 Pro এবং P40 Pro+ ফোনদুটিতে কিছু পার্থক্য আছে। Huawei P40 Pro+ ফোনটিতে ছয়টি রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 40 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স ও 8 মেগাপিক্সেলের‌ই টেলিফোটো লেন্সের সঙ্গে একটি টিওএফ সেন্সর এবং একটি কালার টেমপারেচর সেন্সর আছে।

তবে Huawei P40 Pro তে কোম্পানি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে প্রো প্লাস ভার্সনের মতোই 50 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 40 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি টিওএফ সেন্দর আছে। এই ফোনটিও কালার টেমপারেচর ফিচারযুক্ত। সেলফি ও ভিডিও কলের জন্য দুটি ফোনেই 32 মেগাপিক্সেল ও অটো ফোকাস ডুয়েল পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: ভারতে আসতে চলেছে Redmi K30 Pro, লঞ্চ হবে POCO F2 হিসেবে

ব‍্যাটারী

Huawei P40 Pro+ ফোনটিতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 40 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ওয়‍্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং ওয়‍্যারলেস চার্জিংও 40 ওয়াট সুপার ফাস্ট টেকনিক সাপোর্ট করে। এক‌ইভাবে Huawei P40 Pro তেও 40 ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এম‌এএইচ ব‍্যাটারী আছে। এই 27 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাহায্যে ওয়‍্যারলেস চার্জ করা যায়।

ভেরিয়েন্ট ও দাম

Huawei P40 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 999 ইউরো। এক‌ইভাবে Huawei P40 Pro+ ফোনটি 1,399 ইউরো দামে 8 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দামদুটি যথাক্রমে 82,000 টাকা এবং 1,15,000 টাকার কাছাকাছি। আগামী 7 এপ্রিল থেকে Huawei P40 Pro এর সেল শুরু হলেও Huawei P40 Pro+ এর জন্য স্মার্টফোন প্রেমীদের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here