মাত্র দুদিনে বিক্রি হল 3,70,000 রিয়েলমি 2 ফোন, আগামী সেল 18ই সেপ্টেম্বর, রিয়েলমি 2;প্রো সম্পর্কে পাওয়া গেল তথ্য

রিয়েলমি আগস্টের 28 তারিখ ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন রিয়েলমি 2 লঞ্চ করেছে। ফোনটির দাম ও স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছিল ফোনটি একটি সফল ডিভাইস প্রমাণিত হবে এবং শাওমিকে কড়া টক্কর দেবে। 4ঠা সেপ্টেম্বর ফোনটির প্রথম ফ্ল‍্যাশ সেল আয়োজন করা হয় এবং প্রথম সেলেই ফোনটির 2 লক্ষ ইউনিট বিক্রি হয়ে যায়। আজ আবার তাদের দ্বিতীয় সেলে কোম্পানি আজ রিয়েলমি 2 এর 1 লক্ষ 70 হাজার স্মার্টফোন বিক্রি করে রেকর্ড তৈরি করেছে।

রিয়েলমি 2 তাদের টুইটার হ‍্যান্ডেল থেকে জানিয়েছে রিয়েলমি 2 মাত্র দুটি ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে 3 লক্ষ 70 হাজারেরও বেশি হ‍্যান্ডসেট বেচে ফেলেছে। রিয়েলমির দেওয়া তথ্য অনুসারে 4ই সেপ্টেম্বর রিয়েলমি 2 এর 2 লক্ষ ইউনিট বিক্রি হয়েছিল এবং আজ 11ই সেপ্টেম্বর আয়োজিত দ্বিতীয় ফ্ল‍্যাশ সেলে রিয়েলমি 2 এর এক লক্ষ সত্তর হাজার ইউনিট বিক্রি হয়েছে। অর্থাৎ দুটি সেল মিলিয়ে রিয়েলমি 2 এর 3,70,000টির‌ও বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে।

এই রেকর্ড সেলের তথ্য দেওয়ার সঙ্গে রিয়েলমি জানিয়েছে রিয়েলমি 2 এর আগামী ফ্ল‍্যাশ সেল 18ই সেপ্টেম্বর আয়োজিত হবে এবং ফ‍্যানদের টুইটের উত্তর দিয়ে কোম্পানি জানিয়েছে খুব তাড়াতাড়ি রিয়েলমি 2 প্রো লঞ্চ করা হবে। একজন ইউজারের উত্তর দিতে গিয়ে রিয়েলমি 2 লিখেছে “রিয়েলমি 2 প্রোর আর বেশি দেরি নেই” অর্থাৎ ফোনটিও খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া হবে।

রিয়েলমি 2 এদেশে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনের 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা। রিয়েলমি 2 এর ফুল স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here